আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
না ভোট দেন অথবা না দেন সেই হিসাব জানি না, তবে দাবী আপনার না ভোট বা হা ভোট যাই হোক না কেন, মন্দ লোককে যাতে নির্বাচিত না করে। নির্বাচিত প্রতিনিধিরা যেন রক্তের হলিতে আর লাশের চাদরে উল্লাসে মেতে মেতে প্রতিহিংসার বার্তা যেন আর না বহায়। যেন আর কোন প্রতিনিধি আবার প্রতিশোধ স্পৃহায় দংশিত না করে জাতির অংগ।
হত্যা আর হত্যার ষড়যন্ত্র যারা করে তাদের প্রতিহত করুন, দেশের ভাবমূর্তির উপর যারা কালো তালিকার ছায়া নামান তাদেরকে প্রতিহত করুন। তাদের রুখতে যে ভোট প্রয়োজন সেই ভোট দেন, সেটা না হলে না, হা হলে হা।
তবে খারাপ লোক যাতে নির্বাচিত না হয়। দানব হয়ে যারা নির্বাচনের আগে মানবের রুপ ধারন করে, তাদের বিরুদ্ধে হা ভোট দেন। তাদের প্রতিক নৌকা হোক, কিংবা ধানের শীষ, এরা দাড়িপাল্লায় হলে কিংবা লাঙ্গলে।
যারা, ১৯৫৪-এ আওয়ামি মুসলিম লীগ হতে মুসলিম শব্দটা থেকে সরে এসে আওয়ামী লীগ গঠন করল তারা আজ ধর্মের কথা বলে। বিএনপির বিরুদ্ধে দূর্নীতির কতক মামলা থাকা সত্বেও তারা সেই সমস্ত লোককে প্রার্থী করেছে, তারা আবার দুর্নীতি মুক্ত একটি দেশের কথা বলে।
জামায়াতের যে সমস্ত নেতা সরাসরি স্বাধিনতার বিরোধীতা করেছিলেন, তারাও প্রার্থী হয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন মুক্তিযোদ্ধাদের সংগঠন করার। আজব এদেশ, তার চেয়ে আজব এদেশের আপনি, আমি সমর্থকরা যারা এদের কে বিজয়ী করার ফন্দিতে মশগুল, লেখা, ছাপা, বক্তৃতায় ফানা ফানা করছি দেশের হাজার কান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।