অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...
ভোরের কাগজ অনলাইন
ডিসেম্বর ১৪, ২০০৮, বুধবার : পৌষ ১০ ১৪১৫
এটিএন বাংলার বিরুদ্ধে জামাতের মামলা
কাগজ প্রতিবেদক :
বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে জামাত। মুক্তিযুদ্ধের সময়কার ইতিহাস তুলে ধরে সংবাদ প্রতিবেদন প্রচারের অভিযোগে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে গতকাল জামাতের সিলেট দক্ষিণের আমির ও সিলেট-৬ আসনের চারদলীয় জোটপ্রার্থী হাবিবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি মুন্নী সাহা, হেড অব নিউজ মঞ্জুরুল আহসান বুলবুল, বার্তা সম্পাদক জ ই মামুন ও এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে বিবাদী করা হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৬ ডিসেম্বর দুপুর দুইটার সময় যুদ্ধাপরাধের ঘটনা তুলে ধরে এটিএন বাংলায় যে সংবাদ প্রচার করা হয়েছে তাতে জামাতের নেতৃবৃন্দের মানহানি ঘটেছে।
মামলার এজাহারে এটিএন বাংলার প্রতিবেদনটি তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধাপরাধের সঙ্গে জামাতের আমির মতিউর রহমান নিজামীর সংশ্লিষ্টতার কথা এখন দেশে নয়, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ সংক্রান্ত সব দলিলেই পাওয়া যাবে। তিনি ছিলেন বদর বাহিনীর সিভিল প্রধান। পাকিস্তানের গোয়েন্দা রিপোর্টেও তা উল্লেখ আছে। ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শত্রুবাহিনীর প্রধান হয়ে যা যা করা দরকার তিনি তাই করেছেন। সাবেক জোট সরকারের মন্ত্রী এবার ভোট চাইছেন পাবনা-১ আসন থেকে।
তার দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তৎকালীন বদর বাহিনীর প্রভাবশালী সদস্য ছিলেন। তিনি এবার ভোটের দাবি করেছেন ফরিদপুর-৩ আসন থেকে। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মোঃ কামরুজ্জামান যিনি সূযাদি গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন, তিনি ভোট চাইছেন শেরপুর-১ আসনে। এছাড়া পিরোজপুর-১ আসনে চারদলীয় প্রার্থী দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে একাত্তরে এলাকায় লুটপাটের।
এজাহারে আরো উল্লেখ করা হয়, এটিএন বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, পরিচিত এসব মুখের বাইরে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে পাবনা-৫ থেকে ভোট চাইছেন আবদুল সোবাহান।
সেই এলাকায় ’৭১ এর গণহত্যার সহায়তা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নির্বাচনী দৌড়ে আছেন রংপুর-২ আসনের এটিএম আজাহারুল ইসলাম। যিনি আল-বদর বাহিনী সংগঠনের দায়িত্বে ছিলেন সে সময়ে। গণহত্যার অভিযোগ যতোই অস্বীকার করুক না কেন সাতক্ষীরা-২ আসনের প্রার্থী ’৭১ এর পর থেকেই পরিচিতি লাভ করেছেন জল্লাদ খালেক নামে। খুলনা-৬ আসনে শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, গাইবান্ধা-১ আসনে আব্দুল আজিজ, সাতক্ষীরা-৩ আসনে এম রিয়াছাত আলী, চুয়াডাঙ্গা-২ আসনের হাবিবুর রহমান, সিলেট-৫ আসনে ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট-৬ আসনে হাবিবুর রহমানের বিরুদ্ধেও ’৭১ এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করার অভিযোগ রয়েছে।
মুন্নী সাহা এটিএন বাংলা ঢাকা।
সংবাদটি শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবে প্রচারিত হয়েছে। বিশ্বের ১৩৮টি দেশে এ সংবাদ প্রচার করে জামাত ও এর নেতাদের সুনাম, সম্মান ও মর্যাদাহানিকর করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে তা তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
========================
আসুন প্রতিবাদ করি যুদ্ধাপরাধীদের এই ঔদ্ধতার ।
যুদ্ধাপরাধীদের বিচার চাই, শাস্তি চাই ।
=========================
এই লিংকে যুদ্ধাপরাধীদের প্রতি আপনার ঘৃণা মন্তব্য স্বরূপ জানিয়ে আসুন; এখুনি ... Click This Link
==========================
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।