যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
৩০/১২/২০০৮ইং
বিকাল ৩টা।
সারারাত তেমন ঘুম হয় নাই। আবার সকাল থেকে শুরু হয়েছে বিজয়ের উল্লাস। দুপুরে হালকা একটা ভাত ঘুম দিয়ে হাঁটতে বের হলাম। রাস্তায় মানুষের মিছিল।
মগবাজারের মোড়ে জনতার আনন্দধ্বনি। ফুটপথ ধরে হলি ফ্যামিলির দিকে হাঁটতে শুরু করলাম। বামে ডাস্টবিন। একজন যুদ্ধপরাধী-জামাতের প্রার্থীকে দেখলাম সেখানে কয়েকটা অভূক্ত কাকের সাথে ময়লা খুবলে খাচ্ছে। জনতা নাকি এই শাস্তি বরাদ্দ করেছে।
সন্ধ্যা ৬টা।
সংসদের সামনে মজার ঘটনা দেখলাম। রাজাকার-যুদ্ধাপরাধী প্রার্থীদের বানর নাচ নাচাচ্ছে আনন্দমুখর জনতা। কখনও তাদের উদোম করে লাথি কষাচ্ছে, সুযোগটা হাত ছাড়া করলো না একজন যৌনকর্মীও। সস্তা মেকাপের সেই মেয়েটি রাজাকার প্রার্থীর পাছায় লাথি কষিয়ে বললো, জীবনের সব কষ্ট আমার ঘুচে গেলো!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।