'এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব আইরিন খানের নেতৃত্বাধীন একটি মিশনে, সংগঠনটি জাতিসংঘের কারিগরী সহায়তা ও সমর্থনের মাধ্যমে ১৯৭১ সালের ঘটনাবলীর জন্য দায়মুক্তির অবসান ঘটানোর প্রক্রিয়া শুরু করতে তত্ত্বাবধায়ক সরকারকে আহ্বান জানিয়েছে, যাতে নিশ্চিত করা যায় যে সত্যানুসন্ধান, সুবিচার ও ক্ষতিপূরণগুলো আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডগুলোর সাথে সঙ্গতিপূর্ণ হয়৷
সত্য ও সুবিচার প্রতিষ্ঠা এবং ক্ষতিগ্রস্তদের জন্য পূর্ণাঙ্গ ও কার্যকর ক্ষতিপূরণ প্রদানে একটি তদন্ত কমিশন গঠনের জন্য জাতিসংঘের সহায়তা চাওয়ার জন্য সংগঠনটি তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বানকে পুনর্ব্যক্ত করেছে।'
খবরটা যদিও পুরানো কিন্তু বিষয়টা যেহেতু চলমান তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
১৯৭৪ থেকে ২০০৭ পর্যন্ত, ২৮টি দেশে কমপক্ষে ৩২টি ট্রুথ কমিশন গঠন করা হয়৷ এই সব কমিশনগুলোর অর্ধেকেরও বেশি গঠন করা হয় গত দশ বছরে৷
বাংলায় দেখুন এখানেঃ Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।