আমরা সবাই কম বেশী আপেল খাই। কিন্তু আমরা কি জানি যে এই আপেলের সাথে আমরা খাচ্ছি এক রকম রাসায়নিক উপাদান। আমেরিকা সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে যে আপেল আসে তা অন্তত ১ বছর আগের এবং এর বহিরাবরন মানে চামড়াতে এক ধরনের রাসায়ানিক উপাদান (wax) থাকে যা একে বাইরের ব্যাকটেরিয়ার আক্রমন থেকে রক্ষা করে। এই কারনে এই সকল আপেল গুলো সহজে পচে না। কিন্তু এই (wax) মানব দেহের পাকস্থলি, লিভার ও কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। পোস্টের ছবি গুলো থেকে আপনি জেনে নিন কিভাবে আপনার আপেলটি থেকে wax রিমুভ করবেন, যদি থেকে থাকে। তবে সবচেয়ে ভালো যদি আপনি আপেল খাবার সময় এর খোসা না খান।
wax কতটুকু মানবদেহের জন্য ক্ষতিকর তা জানতে wax লিখে একটু ইন্টারনেটে সার্চ করলেই বুঝতে পারবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।