আমাদের কথা খুঁজে নিন

   

কারও সন্ধানে কোন ভাল বক্ষ ব্যাধি চিকিৎসকের খোঁজ আছে কি?

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

প্রচন্ড শীতটা আরও ব্যাপকাকারে ধরা দেয় রাতে যখন আড্ডার আসর ছেড়ে বন্ধু প্রতিবেশী এবং বাল্য বন্ধু আর আমি রিকশায় উঠি। কেঁপে ওঠে হাড়গোড় ...আমার উপর শীতের প্রভাব একটু বেশীই। গরম ওতটা বিরক্ত করে না। রিকশায় ওঠার আগে বন্ধুটি চিরায়ত অভ্যাসে ধূমপানের নিমিত্তে একটি বেনসন সিগারেট এ আগুন লাগায়ে ঠোঁটে ধরে যদিও মাস দুয়েক আগেও এই সিগারেটটি প্রথমত আমার দখলেই থাকত। এখন আর থাকেনা, বেশ কদিন আগে এক পোষ্টে বলেছিলাম ধূমপান পরিত্যাগের কথা...মোটামুটি সফল যে হতে পারছি সেটা দৃঢ় কণ্ঠে বলবোই।

তাই বলে পান করিনি একেবারে বলছি না..তবে খুবই কম...কখনো ৫ দিন পর একটা , কখনো তিনদিন কখনো কেটে যাচ্ছে এক সপ্তাহও সিগারেট ছাড়া। বন্ধুটির হাতে সিগারেট টি দেখে নেশার কবরে প্রাণে প্রাণ সঞ্চার হয়...শীতের প্রভাব আরেকটু দূর্বল করে ..হঠাৎ তার হাত থেকে সিগারেট টি নিয়ে একটা টান দিয়েই দেই.....এবং সত্যি বলছি সাথে সাথে বন্ধুটিকে ফেরতও দিয়ে দেই। ঐ এক টান দিলাম গতকাল রাতে.................... অনেক দৃঢ় শক্তি দরকার সিগারেট পরিত্যাগের ...এবং এই শক্তি আমাকে যোগাচ্ছে মূলত দুটি বিষয় ...একটি আমার হারানো মন আরেকটি অ্যাজমার প্রকোপ.... হু ...শীতকালীন অ্যাজমাটা হালকা ভুগিয়েছে বিগত বছর দুহালি র বেশী , তবে সব শীতেই নয়। প্রয়াত বাবার তো অ্যাজমা বড় আকারেই ছিল.....তার একটা জেনেটিক প্রভাব তো থাকতেই পারে। ইন্ডিয়াতে বাবার চিকিৎসা করানোর কালে নিজে ভাল করে টেস্ট করিয়ে জানতে পারি ব্রংকাইটিস অ্যাজমা আছে আমার.....( যদিও বাংলাদেশের এক প্রফেসর /ডাক্তার বলেছিল অ্যাজমা নাই মোটেও।

) সো বড় করে ডাক্তার ঐ চেন্নাই অ্যাপোলোর লিখে দিয়েছিল .... নো মোর স্মোকিং । কে শোনে কার কথা ..শীত এলেই একটু শুনতে মন চাইত আর গরম এ দূর শ্বাস কষ্ট নাই ...স্মোকিং ত্যাগের ভাবনা ও থাকতনা। তারপরও সিগারেট সম্বলিত হয়েও গত শীতে একটু ভালই ছিলাম । তেমন একটা অ্যাজমাটিক ভাব ছিলনা এবার ভোগাচ্ছে.......কিন্তু হায় সিগারেট তো প্রায় ৯৭ % ছেড়েই দিয়েছি ... যা হোক একজন ভাল বক্ষব্যধি ডাক্তার দেখাতে চাচ্ছি ..... না দেখিয়ে উপায় আছে .. ১৮০ টাকা লেখা যে ভেনটলিন ইনহেলারের গায় তার দাম ২৫০ দিয়ে কিনতে বাধ্য হতে হয় আমাদের মত দূর্বল নাগরিকদের। কারও জানামতে কোন ভাল অ্যাজমা( ব্ক্ষব্যাধি) চিকিৎসকের সন্ধান আছে কি ? একটু নাম ঠিকানা জানাবেন? দেখি আরেকবার দেখিয়ে ...ভেনটলিনের অরাজকত দামের থেকে মুক্ত হওয়া যায় কিনা?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.