খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...
লেখাটির ব্যুৎপত্তি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি নিয়ে এ আর নতুন কি একটি সংঘবদ্ধ চক্র যারা চিন্হিত যুদ্ধাপরাধী তারা এবং তাদের দোষররা এ কাজটি দীর্ঘদিন ধরেই করছে। এখন প্রশ্ন হলো তারা আসলে কি চায়,এতে তাদের আউটকামটা কি!একেক সময় একেকটা প্রোপাগান্ডা ওরা চালাচ্ছে। শিক্ষিত বিবেকবান লোক (আপাত দৃষ্টিতে)যারা জামায়তের দালালি করছে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক ভাইয়েরাও আছেন যারা ঐ নির্লজ্জ কাজটি করে জামায়তের নিকট থেকে আর্থিক ভাবে বেনিফিটেড তাদের কাছে দেশ প্রেমের গুরুত্ব নেই,থাকারও কথা না!তাছাড়া তাদের পরিবারের কেউ '৭১ নিজেদের সম্ভ্রম হায়েনাদের দ্বারা বিসর্জন দেয়নি এমন কি কোন মুক্তিযুদ্ধার অস্তিত্ব ও নেই ঐসব পরিবারে। অবশ্য সার্টিফিকেট ধারী মুক্তিযুদ্ধা থাকলেও থাকতে পারে! যারা দেশের জন্য যুদ্ধ করেছে তারা জামায়তকে সার্পোট করবে এটা অসম্ভব। সার্টিফিকেট ধারী মুক্তিযুদ্ধার এখন আর অভাব নেই,হয়তো নিজামী মুজাহিদ গংরাও একদিন মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে বেড়াবে।
এ সকল নরঘাতকদের রাষ্ট্রিয়ভাবেই প্রতিহত করতে হবে। এদের বিচার অবিসম্ভাবী । আজকে ওরা যত্রতত্র ভাবেই মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করে । জামায়ত এখন মুক্তিযুদ্ধ নিয়ে গবেষনা প্রকল্প ও চালু করেছে । আসাদ বিন হাফিজ নামক একজন বাংলাদেশ বিদ্বুষি মুক্তিযুদ্ধ নিয়ে দুইটি বই প্রকাশ করেছে ।
সে তার বইয়ে উল্লেখ করেছে মুক্তিযুদ্ধে ৩০ লাখ নয় শহীদ হয়েছেন মাত্র ১০ হাজার । আর মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য মুক্তিযুদ্ধা ও মুক্তিযুদ্ধের নেতৃত্বকে দায়ী করা হয়েছে এবং মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীনতাবিরোধীদের ভূমিকা ঠিক ছিল বলে দাবি করা হয় । এখন আপনারাই বলেন আসাদ বিন হাফিজের কি শাস্তি হওয়া উচিৎ । রাষ্ট্র পক্ষ বাদী হয়ে তার বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগে এনে দেশদ্রোহীর মামলা করতে পারে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের পথ সুচনা করতে হবে যেন আর কেউ এ ধরনের কাজ করার সাহস না দেখায় । অন্যথায় এ চক্র আমাদের গৌরবাজ্জল অর্জনকে ম্লান করে দিবে ।
আজকে ওরা সুসংগঠিত হচ্ছে একটি বিশেষ গোষ্ঠির ছত্রছায়ায় আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে তামাশা করছে অতচ ঐ গোষ্ঠি কোনদিনও এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি । অতচ ওরা নিজেদরকে জাতীয়তাবাদী শক্তি হিসেবে জাহির করে । এ কেমন জাতীয়তাবোধ ! শুধুমাত্র ক্ষমতার মোহে অন্ধ হয়ে সর্মথন করে যাচ্ছে নিৎকৃষ্ট চিন্হিত রাজাকারদের । দূর্ভাগ্য জাতির দূর্ভাগা মুক্তিযুদ্ধারা । আমরা দল জোট বুঝিনা, কেবল চাই যুদ্ধাপধারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।