বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
পথ চলতে চলতে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সাথে গল্পছলে ভোটের ব্যাপারে কিছু উক্তি পেলাম। যেমন:
১) একজন ভ্রাম্যমান চা বিক্রেতা: গরীবের কথা কেউ কয় না, তয় এইবার ভোট দিমু নৌকায়। হেরাই ভালা।
২) একজন রিক্সাওয়ালা: ভাই খুব কষ্টে আছি, ভাবসিলাম এরা জেলে ঢুকলে দেশটা শান্তি পাইবো, জিনিস পত্রের দাম কমবো, কিন্তু হইলো উল্টাডা।
তাইলে তো হেরাই ভালা আছিল, আমি গরীব মানুষ, আমি দুর্নীতির হিসাব কইরা কি করমু। আমি কাম কইরা খাইতে পারলেই হইলো। হালার ভোটই দিমু না।
৩) একজন বাসের ড্রাইভার: ভাই যত যাই হোক, ভোট দিমু নৌকায়।
৪) একজন ছাত্র: এবারই প্রথম ভোটার হয়েছি।
আর তাই সঠিক লোককে ভোট দিয়ে আমার প্রথম ভোট উদ্বোধন করতে চাই।
৫) আমার একজন কলিগ: যা অবস্থা, বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে সরকার একটি বিশেষ দলকে সুবিধা দিচ্ছে। সুতরাং আমাদের ভোট দেয়া না দেয়াটা একই কথা। তো দেখা যাক, একটা কিছুতে তো দিবোই।
৬) আমার বাসার কাজে বুয়া: জামাতই ভালা, ভদ্র লোক, নামাজ কালাম পড়ে।
৭) বাসে পাশে বসা এক সহযাত্রী: এবার যেহেতু "না" ভোটের অপশন থাকছে, এটার ব্যাবহার হবে এবার প্রচুর।
৮) একজন বন্ধু: প্রধান দুটি দল পাল্টাপাল্টি করে আসা উচিত। তাতে একটু "তেল" টা মরে। সেই হিসাবে এবার তো আওয়ামীলীগই আসা উচিত।
৯) একজন অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা: আর কত ভোট দিবো।
সেই কবে থেকে ভোট দিয়েই যাচ্ছি, কোন ফল পাইনি। আমরা জনগন চিরকালই অবহেলিত।
১০) একজন ফেরীওয়ালা: এই দুই মহিলা মিল্যা দেশটারে শেষ করছে। তার চেয়ে এরশাদ কাকুই ভালা।
১১) একজন সাহিত্যিক (স্ব-ঘোষিত) : দেখুন, দেশটা এখন ক্রান্তিলগ্নে।
চরম হতাশায় জাতি আজ নিমজ্জিত। আমাদের অর্থনৈতিক, সামাজিক মুক্তি এখনও ঘটে নি। তাই আমাদের এমন একজন নেতা নির্বাচন করতে হবে যিনি আমাদের এই হতাশাগ্রস্থ জাতির হাল ধরতে পারবেন। যিনি আমাদের......
১২) আমাদের এলাকার নজু পাগলা (যাকে সব পার্টির মিছিলেই দেখা যায়): ভোট দিমু ভোট। এইবার খালি ভোট দিমু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।