গ্রাম ছাড়া এই রাংগামাটির পথ আমার মন ভূলায়রে। প্রাকৃতিক এই লেকের উপর ভাসমান রাংগামাটি শহর। প্রকৃতির অনাবিল সৌন্দয্য। মন হারিয়ে যায় কোন অজানায়। চট্টগ্রাম থেকে আকাবাকা পাহাড়ি পথ।
বাস অথবা গাড়ীতে ২ ঘন্টায় পোছে যাওয়া যায় রাংগামাটি শহরে। পর্যটনের মোটেল ছাড়াও আছে আরও দুটি ভালো হোটেল। ভাড়া ৭০০ টাকা ডবল রুম। তারপর নৌকা অথবা টেক্সী নিয়ে চলে যান চাকমা রাজার বাড়ী অথবা বৌদ্ধবিহার।
আর লেকে বেড়ানোতো আছেই।
ইন্জিন বোট নিয়ে বের হয়ে যান শুভলং এর পথে। চারিদিকে পানি আর পানি। আর মাঝে মাঝে ভেসে থাকা পাহাড়। এক সময় পোছেযাবেন শুভলং এর পাহাড়ী ঝর্ণায়। ভালো লাগবে, অনেক ভালো লাগবে।
ফিরে আসার সময় ফেদুয়া টিং টিং এ নামার কথা ভুলবেননা? এটা একটা রেস্তোরা, লেকের মধ্যে পাহাড়ের উপর। হরেক রকম খাওয়া আছে । বাঁশের মধ্যে পাক করা মুরগীর মাংশ খেতে ভুলবেননা।
সকালে হালকা কুয়াসার মধ্যে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।