আমাদের কথা খুঁজে নিন

   

রাংগামাটি যাবেন ??

ক খ গ ঘ...
একঘেয়ে ম্যাড়ম্যাড়ে ভোতা জীবনে একটু রংগ আর রং এর ছোয়া লাগাতে মনস্থির করা মাত্রই ভাগলাম রাঙামাটি-- আপনারাও যেতে চাইলে--- >> ঢাকা থেকে ডলফিন বাস সরাসরি যায় ,নরমাল নন এসি ভাড়া ৩৫০ টাকা। শুক্রাবাদ থেকে উঠেছিলাম। এছাড়া শ্যামলী, সৌদিয়া,ইউনিক-ও আছে তবে ৪০০টাকা ভাড়া। এসি -র ভাড়া ৫০০। >> চট্রগ্রামের বিআরটিসি কাউন্টার থেকে বি আর টিসির বাসে লাগে ৭৫ টাকা, এবং বাকি ট্রান্সপোর্ট বাসগুলো অক্সিজেন থেকে ছাড়ে।

ভাড়া ৮৫টাকা। >> রাত নটায় রওয়ানা দিয়ে পৌছতে বেজেছিল সকাল ৬টা। >> শহরে র কোনো রিক্সা নাই, তবে বেবী টেক্সি অনেক আছে, শহরের মধে যাতায়াতের জন্য বেশ ভালো সার্ভিস। ভাড়ার তালিকা... >> থাকার মত অনেক হোটেল দেখেছি, বিস্তারিত জানি না। তবে পর্যটনের মোটেল আছে তবলছড়ি তে।

>> দেখার মত আছে-- শহর থেকে শুভলং এ নৌকা ভ্রমন(এইটায় চরম মজা), কাপ্তাই, পেদা টিং টিং এ আহার, রাজবন বিহার, চাকমা রাজার বাড়ি, পর্যটন ঝুলন্ত ব্রিজ, রিজার্ভ বাজারের মাছ ও লন্চ ঘাট, ভেদভেদীতে আদিবাসী যাদুঘর... গহীন বন-পাহাড়ের সৌন্দর্য পাবেন যদি কোন পরিচিত সরকারী কর্মকর্তা পান আর তার মাধ্যমে সেখানে যাবার অনুমতি পান। আরও কেউ জানলে আওয়াজ দেন...। সাত স্বর্গ- রাজবন বিহার-- আপাতত এইটুক লিখে হাপিয়ে গেছি!!! পরে আরও লেখার ইচ্ছা আছে... (যদি নেট স্পিড ভাল পাই ও ক্যামেরায় তোলা ১২০০ ছবি থেকে বাছাই করে সুন্দর ছবি গুলা আলাদা শীঘ্রই করতে পারি!!!)
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।