সম্প্রতি রাংগামাটি থেকে ঘোরে আসলাম। রাংগামাটি লেক অনেক সুন্দর একটা জায়গা। যদি পারেন আপনারা ও রাংগামাটি থেকে ঘোরে আসতে পারেন।
রাংগামাটি ভ্রমন এ আমার তোলা কিছু ফটো আপ্লুড করলাম। কেমন হল জানাবেন।
রাংগামাটি লেক এ নোকা/ স্পীড বোট নিয়ে ঘোরতে পারেন। স্পীড বোট ঘনটা হিসেবে ভাড়া পাওয়া যাই। চট্টগ্রাম থেকে সরাসরি বাস আছে রাংগামাটি তে। চাইলে সকালে চট্টগ্রাম থেকে রওনা দিয়ে বিকেলে ব্যাক করতে পারেন। তবে এক দিন হাতে রেখে গেলে ভাল হ্য়।
রাংগামাটি তে পর্যটন এর ভাল হোটেল আছে। রুম ডাবল বেড ৮০০ -১২০০ টাকা পড়বে। সময় পেলে রাংগামাটি তে বূড্ড মন্ন্দীর দেখে আসতে পারেন।
আসলে আমাদের দেশ টা অনেক সুন্দর। মোবাইল ক্যামরাই আমার তোলা কিছু ফটো দেখলেই বোজতে পারছেন আশা করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।