গত দুইদিন ধরেই দেখছি, আমরা এটাকে "শাহবাগ স্কয়ার" লেখা। কিন্তু কেন? ফেসবুকেও একজনের স্ট্যাটাসে লেখা দেখলাম, " শাহবাগের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে 'প্রজন্ম চত্বর'। শহীদ বুদ্ধিজীবী ডা. আ ফ ম আবদুল আলীমের স্ত্রী শ্যামলী নাসরিন চৌধুরী গতকাল এই নাম প্রস্তাব করেন। তাই সবাইকে অনুরোধ করবে এখন থেকে এই নামেই শাহবাগকে অবিহিত করবেন। বাইরের দেশকে অনুকরণ করে 'তাহরীর স্কয়ার' বা 'তিয়েন আন ম্যান স্কয়ার' এর অনুকরণে দেওয়া শাহবাগ স্কয়ার নামটি আমাদের মানসিক দৈন্যতার পরিচায়ক। আমাদের বাংলা ভাষার শব্দ ভান্ডার যথেষ্ট সমৃদ্ধ। তাই আশা করি সবাই ভাষার মাসে অন্তত শ্রদ্ধা জানিয়ে হলেও 'প্রজন্ম চত্বর' নামটি ব্যবহার করবেন 'শাহবাগ স্কয়ার' এর পরিবর্তে। " প্লিজ, স্টিকি পোস্টের নামটা পরিবর্তন করুন। "প্রজন্ম চত্বর" করুন!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।