আমার কথা একটা স্টিকি পোস্ট লিখবে বলে অনেক দিন ধরেই তক্কে তক্কে আছে। [ কে তাকে বলে দিবে যে স্টিকি পোস্ট লেখা যায় না, সেটা ঘটনাচক্রে হয়ে যায়। ] বার কয়েক গুটিকতক পোস্ট দিলেও কিছুতেই কিছূ হয় না দেখে গবেষণায় আত্মনিয়োগ করলো। শেষমেষ যা বুঝতে পারলো তা হলো ১. বাল ছাল কোন পোস্ট স্টিকি হয় না। ২. হেডাম থাকলে যেকোন পোস্টই স্টিকি হয়।
৩. কখন কোন পোস্ট স্টিকি হবে তা কেউ জানে না।
৩ নাম্বার পয়েন্ট নিয়েই সে এগিয়ে চললো। অনেক চিন্তা ভাবনা করে একটা থিম ধরে লেখা লিখে চললো। পোস্ট স্টিকি হবে তাই বাল ছাল কোন লেখা তো আর লেখা যাবে না। অনেক খেটেখুটে মোটামুটি লম্বা চওড়া একটা পোস্ট দাঁড় করালো।
লেখার মাঝে মাঝে কিছু লিংক জুড়ে দিয়েছে। বার বার টেস্ট করে নিয়েছে। কোন লিংক কাজ না করলেতো মান ইজ্জত যৎকিঞ্চিত যা আছে তাও পাংচার। তাই রিস্ক নিতে চায় নি সে।
পোস্ট করার আগে আরো কিছুদিন দেখতে চায় সে।
এখন একটা স্টিকি পোস্ট চলছে ব্লগে। তাই এই সময় খুব খারাপ সময়। কোন ভালো ব্লগারই এই সময়ে পোস্ট দিয়ে পাত্তা পায়নি। বর্তমান স্টিকি পোস্টে আবার অনেক ক্যাচাল চলছে। অবস্থা দেখে মনে হচ্ছে মডারেশন প্যানেল ক্যাচালটা ইচ্ছা করেই ধরে রেখেছে।
তর তর করে হিট বাড়ছে, কিন্তু কমেন্ট বাড়ছে না। কিছুটা সন্দেহজনক লাগে তার কাছে। অপেক্ষায় থাকে সে। ক্যাচাল বন্ধ হলেই পোস্ট দিবে। তারপর সে নিজেই হিট।
পোস্ট দেবার আগে সে কিছু মাল্টি নিক বানিয়ে নিয়েছে। লাভের মধ্যে লাভ হয়েছে এবার ঈদে সবগুলো নিকই সেফ করে দিয়েছে। এই প্রথম সে মডারেশন প্যানেলকে মনে মনে ধন্যবাদ দেয়। অপেক্ষায় থাকে সুবর্ণ সময়ের।
অনেক চিন্তা ভাবনা করে দেখেছে সে সকালের দিকে ব্লগে লোক কম থাকে।
তখন পোস্ট দেয়া যায়। কিন্তু লোক কম মানেতো কমেন্ট আর হিটও কম। টেনশনে পড়ে যায় সে। কিন্তু বিকালের দিকে দিলে তো অনেক পোস্টের ভীড়ে হারিয়ে যেতে পারে। টেনশনে কিছুটা টেনশন হয় তার।
মাল্টি নিক দিয়ে কমেন্ট করে কিছুক্ষণ এগিয়ে নিতে হবে। পারবে তো?
এর মধ্যে সুযোগ বুঝে ২-৩টা নিক দিয়ে স্টিকি করার আবেদন জানানো হবে। পাল্টা কমেন্টে সে জানাবে যে 'দরকার নেই'। [ ভাব আর কি । ] কোনোমতে নির্বাচিত পাতায় একবার নিতে পারলে বাঁচে।
তারপর আসে প্রচারের ব্যাপার। ফেইসবুকে লিংক দিবে। কিন্তু মনে হয় না এতে কোন কাজ হবে। সেখান থেকে অনেকে ব্লগ না পড়েই বলে দিবে 'ভালো লিখেছো"। লাইক মেরে দিবে।
তাতে তো হিট বাড়বে না। তাছাড়া তার ফেইসবুক বন্ধুদেরতো ব্লগে নিক নেই। কী হবে? পারবে তো সে? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।