পরমতসহিষ্ণু আমি এই বাংলা ব্লগে ক্যাচালে নাই আমি আর কারো লগে তদুপরি মাঝে মাঝে তাল কাটিয়া যায় গনহারে ব্লগারগন লিংকু পোস্টায়। বিধানমতে চুলকানি দুর হয় প্লাসে স্বাস্থ্য পরিপূর্ন হয় মাগুর মৎস্য চাষে। খাদ্য বলে যাহাই হোক চর্ব্য লেহ্য চোষ্য খানকতক ব্লগার লয় দত্তক কিংবা পোষ্য। পোষ্য ব্লগার পিতৃঋন পরিশোধের দায় ''স্টিকি করো'' আর্তনাদে গনকযন্ত্র ফাটায়। তাহাতেও সমাপ্ত হইলে আমরা বাচিঁতাম তদুপরি আর্তনাদে কাঁপে ধরাধাম। মৌলিক চাহিদা পূর্বে সর্বমোট পঞ্চটি জানিতাম ষষ্ঠ বিষয় যুক্ত হইলো,স্টিকি তাহার নাম। এতদ্বারা পোষ্য শিশু কান্দিওনা আর, স্টিকি পোস্ট না জন্মাইলে সংসার যায়না ছাড়খার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।