তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না - হ্যাঁ চুল মানুষের সৌন্দর্য প্রকাশ করার আরেক মাধ্যম। তবে এই সৌন্দর্যের জন্য কিন্তু কিছুটা শ্রমও ব্যয় করতে হবে। এ জন্য আপনাকে ছুটতে হবে বিউটিশিয়ানদের কাছে। আর টিভি বা কেবল টিভি তো রয়েছেই। যেখানে প্রতিনিয়ত দেখানো হয় চুল রক্ষায় নানান বাহারি বিজ্ঞাপন। তবে এখন থেকে চুল সম্পর্কীয় বিভিন্ন টিপস, যেমন- চেহারা বা দেহের গড়ন অনুযায়ী চুলের সাজ কিভাবে করবেন এমনকি এর যত্ন-আত্তি সর্ম্পকীয় নানান টিপস ইন্টারনেট থেকেও পেতে পারেন। ইন্টারনেটে রয়েছে চুলবিষয়ক অনেক ওয়েবসাইট। এই সাইটগুলো ভ্রমণ করে বেছে নিন আপনার পছন্দের চুলের সাজ ও তার যত্ন-আত্তির খবর।
ওয়েবসাইট:
http://www.hair-styles.com
http://www.hair-styles.org
http://www.hair-style.gr
http://www.hairstylecentral.com
http://www.nausoft.com
http://www.salonweb.com
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।