কুযুক্তি ১. যৌনতা নিয়ে দেখি অনেকেরই কট্টর অবস্থান , তবু দেখেন কিভাবে প্রতি ৪ মিনিটে এই দেশে একটা করে নতুন বাচ্চা পয়দা হচ্ছে ।
যুক্তি খন্ডন: বাচ্চা পয়দা করা, প্রকৃতির একটি স্বাভাবিক প্রক্রিয়া। নরনারীর স্বাভাবিক যৌনজীবনের সাথে পর্নগ্রাফীর বিকৃত যৌনচর্চা কখনো এক হতে পারেনা ।
কুযুক্তি ২. যৌবনজ্বালার প্রাপ্ত বয়স্ক কনটেন্টের জন্য এত বেশী স্পর্শ্বকাতর হয়ে উঠবার কারণ আমি খুঁজে পাই না। প্রাপ্ত বয়স্ক হয়ে বাল পেকে তামার তার হয়ে গেলেও অনেকে প্রাপ্ত মনস্ক হয়ে উঠে না।
যুক্তি খন্ডন: অনলাইন পর্ন সাইটের বেশীরভাগ দর্শক অপ্রাপ্তবয়স্ক । যাদের বাল গজায়নি । ১১-১৭ বছর বয়সীরা অনলাইন পর্ন বানিজ্যের একটি বড় ক্রেতাগোষ্টী ।
রেফারেন্স দেখুন এখানে-
http://healthymind.com/s-porn-stats.html
বাংলাদেশের পরিসংখ্যানের চিত্র আরো ভয়াবহ হতে পারে। কারন ঘরে ঘরে নেট ও সাইবারক্যাফের গোপন কুঠুরীর সহজলভ্যতা।
কুযুক্তি ৩. যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে যৌবনজ্বালার বিপুল সংখ্যক ইউজারদের কাছে পাওয়া গেলে খারাপ কিছু হয়না
যুক্তি খন্ডন: বাংলাদেশে পর্নবিহীন ২০টির বেশি ফোরাম আছে, যাদের ইউজার কম নয়, মুর্চনা, পুলাপাইন, দরিদ্র এবং আরো কিছু। এদের মধ্য থেকে ৫টি ফোরামেও প্রচারনা চালাতে পারলে, তাদের সংখ্যা যৌবনজ্বালা থেকে কম হবেনা।
কুযুক্তি ৪. পর্নো দেখে বা পতিতা ভোগ করে সুখ পাওয়া যাবে, কিন্তু পর্নো বা পতিতাদের ভাল বলা যাবেনা, এটি ঠিক নয়।
যুক্তিখন্ডন: পর্নো, পতিতা এসব জিনিস আমাদের সমাজে থাকবে। এদেরকে অস্বীকার করা যাবেনা, সীমিতভাবে থাকবে ।
কিন্তু এদেরকে ব্যাপকভাবে উতসাহ দেওয়া মানে অবাধ যৌনাচারের ব্যপক প্রচলনে উতসাহ দেয়া, এর পরিনতির শিকার হবে, আপনার আমার বোন ও কন্যা। কারন তারা এই সমাজের বাইরের কেউ নয়।
কুযুক্তি ৫. পর্নগ্রাফি একটি আর্ট
যুক্তিখন্ডন: একজন চিত্রশিল্পী তার তুলিতে নারীর সৌন্দর্য তুলে ধরলে সেটা আর্ট। কিন্তু যেখানে নারীকে কেবলমাত্র ভোগের বস্তু বা টর্চারের বস্তু হিসেবে দেখানো হয়, সেটা আর্ট হতে পারেনা।
কুযুক্তি ৬. রাজাকাররা যৌবনজালা সাইটে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীর বিরোধিতা করছে
যুক্তিখন্ডন: রাজাকাররা যৌবনজালা সাইটে যুদ্ধাপরাধীদের বিচার দাবীতে খুবই খুশি হয়েছে
পরিশেষ: যৌবনজালা তাদের্ ওয়েবসাইট থেকে পর্ন পুরোপুরি বাদ দিলে, তাদের সাইটে মুক্তিযুদ্ধের চেতনা প্রচার করতে কোন আপত্তি নেই ।
শেষ হইয়াও শেষ হইল না:
ইন্টারনেট পর্নগ্রাফীর কিছু পরিসংখ্যান দেখুন:
http://healthymind.com/s-porn-stats.html
Click This Link
Click This Link
কেন ইন্টারনেট পর্নগ্রাফীর প্রসারের বিরোধতা করছি, বুঝতে পারবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।