আমাদের কথা খুঁজে নিন

   

কাকে বেছে নিবেন? 'জেতার সম্ভাবনা আছে এমন প্রার্থীর ভেতর- যে কম খারাপ' নাকি 'জেতার সম্ভাবনা নেই , কিন্তু যোগ্যতর প্রার্থী'



৯০ থেকে যেটা আমরা সচরাচর করে আসছি; সম্ভাব্য দুজনের ভেতর কম খারাপ লোকটিকে নির্বাচিত করছি। (দু একটি আসনে হয়তো ব্যতিক্রম থাকতে পারে; সেটি নগণ্য) ফলাফল শুন্য। প্রতিবারই ভাবি ইনি মনে হয় আগেরবারের চাইতে একটু কম খারাপ হবেন। এবারও কি আমরা সেই ধারাতেই থাকবো? কারণ, বড় দুই জোটের নমিনেশন দেখে হতাশ নন, এমন লোক খুব কম পাওয়া যাবে। নাকি এবার পছন্দের যোগ্য প্রার্থীকেই ভোট টা দিব? পরাজিত হোক বা জিতুক, আমি যেন আমার মতামতকে সন্মান করতে পারি?! এই প্রশ্নটা একটা শ্লোগানকে মনে করিয়ে দেয়- "ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়" যদি দেশের দিকে তাকাই, তাহলে দলের প্রতি তাকানোর অবকাশ সব ক্ষেত্রে নাও থাকতে পারে। সঠিক সিদ্ধান্ত নেয়া ও আশেপাশের সবাইকে ভাবনা জানানোর সময় এখনই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।