আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ অনেক দিন পর আবার আলোচনায় চলে এসেছেন। একদিনেই তিনি মিডিয়ার কল্যাণে বিখ্যাত হয়ে গেছেন। ব্লগেও উনাকে নিয়ে চলছে আলোচনার ঝড়। তবে এই মুহুর্তে বুশ কি ভাবছেন একটু কল্পনা করা যাক-
প্রশ্ন: ইরাক যুদ্ধ নিয়ে অনেক সমালোচনা হয়েছে, এ ব্যাপারে আপনার অভিমত কি?
বুশ: আমি আসলে আমার বাবার স্বপ্ন পূরণের চেষ্টা করেছি। আমার বাবা ক্ষমতায় থাকাকালীন উপসাগরীয় যুদ্ধ শুরু করেছিলেন।
কিন্তু তিনি তা শেষ করে যেতে পারেননি। আমি উনার অসমআপ্ত যুদ্ধটা শেষ করতে চেয়েছিলাম। কিন্তু আমিও শেষ পর্যন্ত তা পারিনি। এখন আমার ছেলেই শেষ ভরসা।
প্রশ্ন: আপনি এতটা নিম্চিত ছিলেন কিভাবে যে ইরাকে লুকানো অস্ত্রের ভান্ডার রয়েছে।
যদিও শেষ পর্যন্ত তেমন কিছু পাওয়া যায়নি।
বুশ: ইরাকের কাছে আমেরিকা বিভিন্ন সময়ে অনেক ধরনের অস্ত্র বিক্রি করেছে। আর কিছু না হোক ইরাকের কাছে সেই সব অস্ত্র থাকার কথা।
প্রশ্ন: তাহলে অস্ত্র বিক্রি করাতে কোন অন্যায় নেই। অস্ত্র মজুদ করলেই দোষ হয়ে যায়?
বুশ: পরবর্তী প্রশ্ন প্লীজ।
প্রশ্ন: ৯/১১ এর খবর যখন আপনার কাছে আসল তখন আপনি বাচ্চাদের ছাগল পালন বিষয়ক একটি বই পড়ছিলেন। এর অনেক পর আপনি ঘটনা স্থলে যান।
বুশ: আমি আসলে আমার উপদেষ্টাদের আসার অপেক্ষা করছিলাম। আমি আবার যুদ্ধ ছাড়া নিজের মাথা খাটিয়ে অন্য কোন কাজ করতে পারি না। একবার এক অলোচনা সভায় আমার বাথরুম পেয়ে গেল।
হল ভর্তি মানুষ। কি করা যায়। শেষ পর্যন্ত একটি চিরকুট লিখে কন্ডোলিনা রাইস এর পরামর্শ চাইলাম।
প্রশ্ন: সম্প্রতি ঘটে যাওয়া ইরাকি সাংবাদিক কর্তৃক পাদুকা নিক্ষেপ প্রসঙ্গে কিছু বলবেন কি?
বুশ: আমি হতাশ। ব্যাটা দুই দুইটা সুযোগ মিস করছে।
একটাও লাগাইতে পারে নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।