বিশ্বব্যাপী যুদ্ধবাজ নেতা হিসেবেই পরিচিত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশ যে চিত্রশিল্পী তা হয়তো জানেন না অনেকেই। বই লেখা ছাড়াও এবার সবার সামনে নিজের ছবি আঁকার গুণটি প্রকাশ করলেন তিনি। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি নিজেকে চিত্রকর হিসেবেও তুলে ধরলেন সাবেক এই প্রেসিডেন্ট।
আজ শনিবার বিশ্বের বিখ্যাত নেতাদের নিয়ে বুশের আঁকা পোট্রেটের প্রদর্শনী শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। ডালাসের সাউদার্ন মেথোডিস্ট ইউনিভার্সিটির জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি জাদুঘরে আগামী ৩ জুন পর্যন্ত চলবে এ প্রদর্শনী।
খবর এপির।
প্রদর্শনীতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চেক প্রজাতন্ত্রের সাবেক প্রেসিডেন্ট ভাক্লাভ হ্যাভেলসহ বুশের নিজের পোট্রেটও প্রদর্শিত হবে। প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছে 'দ্য আর্ট অব লিডারশিপ : অ্যা প্রেসিডেন্টস পারসোনাল ডিপ্লোমেসি' (নেতৃত্বের শিল্প : একজন রাষ্ট্রপতির ব্যক্তিগত কূটনীতি)।
চিত্র প্রতিভার ব্যাপারে বুশ জানান, ২০১২ সাল থেকে তিনি আঁকা শুরু করেছেন। চিত্রকর্ম নিয়ে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টল চার্চিলের একটি লেখা পড়ে তিনি আঁকা-আঁকি শুরু করেন।
প্রদর্শনীর শুরুতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'আমি ব্যক্তিগত কূটনীতি নিয়ে প্রচুর সময় ব্যয় করেছি। বিভিন্ন নেতাদের চিত্র আঁকার জন্য আমি তাদের কাছাকাছি গিয়েছি, তাদের পরিবার ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দ সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি। '
প্রদর্শনীটিতে ২৪টিরও বেশি পোট্রেট স্থান পেয়েছে। সেখানে রয়েছে তিব্বতের ধর্মীয় গুরু দালাই লামা, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফসহ অনেক নেতার ছবি। এমনকি বুশের পিতা ও যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশের পোট্রেটও রয়েছে।
দেশটির ৪৩তম প্রেসিডেন্ট হিসেবে দুই মেয়াদে ক্ষমতায় থাকা বুশ প্রদর্শনীতে তার চিত্রকর্মগুলোকেও '৪৩' প্রতীকে চিহ্নিত করেছেন।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।