১৯৭১ এর সকল যুদ্ধাপরাধীদের বিচার চাই
গাঢ় কুয়াশায় সূর্যোদয়
আবছাভাবে দেখা যায়,
অনেকটা জলছাপে করা নকশা
আবছাভাবে বোঝা যায়
সে আছে।
আলতো করে বদলে যায় আকাশের রং
একটু একটু করে আলো জানান দেয় তার উপস্থিতি
কিন্তু ছায়ারা অনুপস্থিত,
অন্ধকারের গাঢ়ত্ব বাড়ে কেবল।
লালচে কমলা সূর্য পরাজিত হয়,
হয়ে যায় ফিকে গোলাপি।
সারা রাতের পর ভোরের অপেক্ষায় থাকা মানুষগুলো খুশি হয়,
হেসে উঠে
মেতে উঠে উৎসবে।
কিছু মানুষ তবুও কাঁদে,
তারা আছে আলোর প্রতীক্ষায়,
জলছাপ ভোর নয়
সত্যিকারের ভোরের।
সে আলো ঝলমলে ভোর তো আজও আসেনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।