যখন ই আধার নামে অদেখা পাহার ছুঁয়ে চোখের পাতা হয়তো বা ঘুমে এসেছে নুয়ে তখন ই শুনি কে যেন কাঁদে যার জলের দাগ আমার চোখের কোণে লেগে থাকে| ঘুম ভেঙ্গে দেখি কখনো বা বৃষ্টি নেমেছে কান্নার সুর তুলে হা হা কার করে উঠে মন নিঃশব্দ অন্ধকার জুড়ে| আয়নার সামনে দাড়াতে ভয় হয় এ প্রতিবিম্ব যেন আমার নয় চোখের মাঝে এমন শূণ্যতা তো জীবন্ত মানুষের থাকার নয় নিজেকে বলি এ সব ই ভ্রান্তি এ কান্না আমার নয় অলহ্মে সারা বেলা কে যেন তবু কাঁদে যার জলের দাগ আমার চোখের কোনে লেগে থাকে….
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।