আজ মহান বিজয় দিবস। সবাইকে বিজয়ের শুভেচ্ছা । আমরা সেই বাঙালি জাতি , যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি। ত্রিশ লাখ জীবন আর দুলাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জন করেছি বিজয় পতাকা।
একটি জাতির প্রকৃত অর্জন তখনই উজ্জ্বল হয়ে উঠে , যখন সেই প্রজন্ম সত্যের পক্ষে শক্তিশালী হয়ে দাঁড়ায় সকল প্রয়োজনে।
বাঙালি, সে সংগ্রাম
নিরন্তর করে যাচ্ছে।
বাংলা ব্লগিং জগতে সামহ্যোয়ার ইন নতুন সংযোজনা নিয়ে যাত্রা শুরু করে, ২০০৫ সালের ১৬ ডিসেম্বর শুক্রবার।
বাংলায় সেটা ই ছিল একটি পূর্নাংগ ব্লগ। যার হাত ধরে কেটে গেছে ব্লগারদের তিনটি বছর। এর সদস্য সংখ্যা ( তাদের পরিসংখ্যান অনুযায়ী) ত্রিশ হাজারের মতো।
২০০৮ সালে এসে সামহ্যোয়ার ইন তাদের জন্মদিন এই ১৬ ডিসেম্বর কে
''বাংলা ব্লগ দিবস'' ঘোষনার প্রত্যয় ব্যক্ত করেছিল। কিন্তু এতে অনেক
ব্লগার দ্বিমত প্রকাশ করেন। দেখা দেয় না না বিতর্ক ও। ফলে সামহ্যোয়ার ইন কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন , ব্লগারদের মতকে সম্মান জানিয়ে। যা প্রশংসার দাবী রাখে।
এখন একটি উদ্যোগের সঠিক সিদ্ধান্ত হওয়া জরুরী মনে করি।
আর তা হচ্ছে ''বাংলা ব্লগ দিবস'' প্রসংগ।
এ বিষয়ে আমি কিছু প্রস্তাবনা করতে চাই।
১। যেহেতু সামহ্যোয়ার ইন ( বাঁধ ভাঙার আওয়াজ) ই বাংলায় স্বীকৃত
প্রথম ব্লগ, সেহেতু তারা ই ''বাংলা ব্লগ দিবস '' ঘোষনার বিষয়টি আবার
দিতে পারেন।
২। ''বাংলা ব্লগ দিবস '' - নিয়ে আগের বিভিন্ন পোস্টে সম্মানিত ব্লগার
এস্কিমো একটি প্রস্তাবনা দিয়েছিলেন। আর তা হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে
পালিত বিভিন্ন দিবসের আদলে ''বাংলা ব্লগ দিবস'' পালনের দিনটি নির্দিষ্ট
হতে পারে। ২০০৫ এর ১৬ ডিসেম্বর ছিল মাসের তৃতীয় শুক্রবার।
সেই হিসেবে প্রতি ডিসেম্বর মাসের তৃতীয় শুক্রবার কে '' বাংলা ব্লগ দিবস''
ঘোষনা করা যেতে পারে।
৩। এখন আরো বেশ কিছু বাংলা ব্লগ তাদের সৃজনশীলতা দিয়ে লেখক- লেখিকাদের জন্য মুক্ত দরজা খুলে দিয়েছে। '' বাংলা ব্লগ দিবস'' ঘোষনা
বিষয়ে সামহ্যোয়ার ইন সেসব ব্লগের সাথেও মত বিনিময় করতে পারে।
স্বাগতিক ভূমিকাটি সামহ্যোয়ার ই নিতে পারে।
আমরা জানি , কোনো ক্রিয়েটিভ কর্মকান্ডই সহজ সাধ্য নয়।
কিন্তু তারপরও কেউ না কেউকে এগিয়ে আসতে হয়। সামহ্যোয়ার এগিয়ে
আসার সাহস দেখিয়েছে। এই পরিকল্পনাটির বাস্তবায়ন প্রয়োজন মনে করছি।
যে কথাটি স্পষ্ট করে বলতে চাই, তা হচ্ছে - লাখো শহীদের রক্তে ভেজা এই বাংলা দেশে মধ্যস্বত্ত্বভোগীদের অভাব কখনই কম ছিল না , আগামীতেও হবে না। এদের মুখে চুনকালি দিয়েই এগিয়ে নিয়ে যেতে হবে, বাংলাদেশ কে।
বাঙালি জাতিকে। এই প্রজন্ম কে। আর তা অবশ্যই
হতে হবে, মহান মুক্তিযুদ্ধের চেতনায়।
সামহ্যোয়ার ইন কর্তৃপক্ষ ও সকল সম্মানিত ব্লগার বিষয়গুলো ভেবে দেখবেন বলে আমি আশাবাদী।
বাংলা ব্লগিং , বাঙালি ব্লগারের জয় হোক অনিবার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।