সঞ্জয় মিঠু
সামপ্রতিক গবেষণায় প্রমানিত হয়েছে এ্যসপিরিনের এক বিশেষ গুণ। মার্কিন বিজ্ঞানী ডেনিস মনডোনো ১৭টি দেশের ৫০০০লোকের উপর গবেষণা করে এ্যাসপিরিনের এ গুণের কথা জানান।
এ্যসপিরিন নতুন রক্ত কণিকা তৈরিতে সহায়তা করে। রক্তের স্বাভাবিক চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমেরিকাতে বছরে ৮০০০লোকের হূদপিণ্ডের বাইপাস সার্জারি হয়।
বাইপাস সার্জারির পরে রোগীকে এ্যসপিরিন দিয়ে ভাল ফলাফল পাওয়া গেছে। কখনও আগে এবং সার্জারির আগে ও পরে উভয় ক্ষেত্রে এ্যসপিরিন প্রয়োগে আশা ব্যঞ্জক এবং চমকপ্রদ ফলাফল পাওয়া গেছে। সার্জারিকৃত রোগীদের এ্যাসপিরিন দিয়ে দেখা গেছে ৬৭শতাংশ রোগী দ্রুত আরোগ্য লাভ করেছে। গুরুত্বপূর্ণ ও জটিল বাইপাস সার্জারি আগে এ্যাসপিরিন ব্যবহার করলে ১০ থেকে ২০ শতাংশ মৃত্যু ঝুঁকি কমে যায়। সার্জারি ৪৮ঘন্টা আগে থেকে এ্যাসপিরিন ব্যবহার করে সবথেকে ভাল ফলাফল পাওয়া গেছে।
চিকিৎসকেরা একে এ্যাসপিরিনের জাদুকরি গুণ বলে অবহিত করেন। কোস্টলের জন্য ধমনি ও আটরিতে এক ধরনে ব্লক তৈরি হয়। যা রক্ত চলাচলে বাধা দেয়। এ্যাসপিরিন এেক্ষত্রে স্বাভাবিক রক্ত চলাচলের সহায়তা করে। সাথে সাথে নতুন রক্ত কণিকা তৈরিতে বোনম্যারোকে উদ্দীপ্ত করে।
ডঃ মনডোনো একে আশ্চার্য ঘটনা রূপে অবহিত করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।