আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ব্লগ দিবস” উদযাপনে সকলকে আমন্ত্রণ প্রসংগে যতসামান্য:



বিজয় দিবস এমন এক দিন, যা দু:শাসন থেকে বাঙ্গালীর মুক্তির প্রতীক হয়ে আছে। সন্দেহ নেই। বাংলাদেশের মানুষের কাছে সবচে আনন্দের কোনো দিন যদি থাকে, তা ১৬ ডিসেম্বর ছাড়া আর কি হতে পারে? সামহোয়ার ইন বাংলা ব্লগ হিসেবে এদিন আত্নপ্রকাশ করে; ১৬ ডিসেম্বরের ছায়ায় এটাও তো একটা ঐতিহাসিক ক্ষণ। আমি ততো পুরনো ব্লগার নই, তারপরেও অভিজ্ঞতা আর পর্যব্ক্ষেণ থেকে স্বীকার করি, বাধ ভাঙ্গার আওয়াজ বাংলা ব্লগের সেরা। ১৬ ডিসেম্বরে জন্ম নিয়ে সে কোনো অপরাধ করেনি, বরং আমাদের স্বাধীনতার সাথে, বিজয়ের সাথে, সামিল হয়েছে।

বিজয়ের আনন্দ প্রকাশের মাধ্যম হয়ে উঠেছে। এদিন, বিজয়ের আনন্দ বাংলায় ভাগ করে নেয়ার প্রিয় মাধ্যম আর কি হতে পারে! ধন্যবাদ সামোয়ার কর্তৃপক্ষকে। বিজয় দিবসের দিন সামোয়ারের বাংলা ব্লগ দিবস ঘোষণাকে অনেক ব্লগারই সমালোচনার চোখে দেখছেন। তাদের সবার মতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যে বাক-স্বাধীনতা, মুক্ত চিন্তার স্বাধীনতার স্বপ্ন নিয়ে বিজয় এসেছিলে বাংলাদেশে, সেই সত্যকে আরো উচুতে তুলে ধরার প্রচার এটা। কখনোই বিজয়ের গৌরবকে ম্লান করার বাসনা বা উদ্দেশ্য নিয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে হয়না আমার কাছে।

এখন ভাষা দিবসে, শুধু একুশের গান, দেশাত্নবোধক গান শুনতে হবে, এমন সংস্কৃতির দরকার কি? বাংলা ভাষায় যে কোনো গান, রবীন্দ্র, নজরুল শুনলে কি ভাষা দিবসের অশ্রদ্ধা হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.