আমাদের কথা খুঁজে নিন

   

শিখার আছে অনেক কিছুই...

পথ বাঁধতে চেয়েছিল বন্ধনহীন গ্রন্থি...
জেসিকা কক্স আরেকবার প্রমান করলেন যে কোনও কিছুই অসম্ভব নয়। তিনি বিশ্বের প্রথম পাইলট যার দুটি হাত নেই। জেসিকা কক্স একটি বিরল রোগের কারনে জন্মগ্রহন করেন দুটি হাত ছাড়া। আশ্চর্যের ব্যাপার এইযে জন্মের আগের কোনও রকম পরীক্ষাতেই তার কোনও শারিরীক ত্রুটি ধরা পরেনি। এই congenital disease তার দুটি হাত কেড়ে নিলেও তাকে দমাতে পারেনি... এই মনস্তত্ববিদ লিখতে, টাইপ করতে, গারি চালাতে, চুল আচড়াতে, ফোনে কথা বলতে মানে সকল স্বাভাবিক কাজই করতে পারেন তার দুটি পায়ের সাহায্যে।

Tuscon, Arizona, USA এর বাসিন্দা মিস কক্স একজন former ড্যান্সার এবং তাইকোয়ান্দোতে double black belt। তার গাড়ি চালানোতে কোনও বিধি নিষেধ আরোপিত নয়, তিনি প্লেনও চালাতে জানেন এবং মিনিটে ২৫টি শব্দ টাইপ করতে পারেন সহজেই। তিনি যে প্লেন চালান তার নাম Ercoupe এবং এটি পৃথিবির মাত্র কয়েকটি সার্টিফাইড প্লেনের মাঝে পড়ে যেগুলোতে প্যাডেল লাগেনা। রাডার প্যাডেল না থাকার কারনে জেসিকা খুব সহজেই পা দিয়ে প্লেনটি চালাতে পারেন। যদিও সাধারন শিক্ষার্থীদের যেখানে প্লেন চালানো শিখতে লাগে ৬মাস সেখানে জেসিকার লেগেছে ৩ বছর তাও স্বীকার করতেই হবে যে এতটা tenacity অন্তত আমার মাঝে নেই।

জেসিকার lightweight aircraft licence পাবার জন্য দরকার হয়েছে ৩জন ইন্সট্রাকটর, আর তাকে অনুশীলন করতে হয়েছে ৮৯ ঘন্টার বিমান চালনা। এটা মানতেই হবে যে এই দুইটা হাত আমাদের নেই এটা ভাবলে মনে হয় যে আমি বোধহয় আর তাহলে এই জীবনে কিছুই করতে পারবোনা...কিন্তু ইন্টারনেটে এই খবরটে পড়ে বুঝলাম...ইচ্ছা থাকলেই উপায় হয়... এটা পড়ে আমার কিছু উপলব্ধি হল আজকে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি... I salute her, and wish for her success in every aspects of her life...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.