আমি যদি আরব হতাম মদিনারই পথ এই পথে মোর হেটেঁ যেথেন নূরনবী হজরত
যুক্তরাজ্যে নির্বাচন ৬ই মে। সব প্রার্থী ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন। সবাইকে ভোট দেওয়ার অনুরোধ করছেন। কিন্তু কোথাও কোন মাইকিং নাই। পোস্টারিং নাই।
আর মারামারি তো দোরের কথা, কোথাও ঝগড়া হয়েছে বলে শুনা যায়নি। পার্টির মূল নেতারা ব্যস্ত টিভি বিতর্ক। একদল অন্য দলের নীতির সমালোচনা করছেন ভদ্র ভাষায়। এইসব বিতর্ক গুলোতে নজরকাড়া উপস্থিতির জন্য পুরষ্কার ভোটাররা দিচ্ছেন সাথে সাথে। যার ফলাফল আমরা দেখতে পাচ্ছি জনপথ জরিপে।
কি সুন্দর তাদের নির্বাচন ব্যবস্থা। হাজার বছর থেকে তারা এর চর্চা করে আসতেছে। তারাই গণতন্ত্র শিখিয়েছে সারা বিশ্বকে। হ্যা, আমরা তাদের কাছ থেকে গণতন্ত্র শিখেছি কিন্তু সভ্য হতে শিখিনি। যার প্রমান আমাদের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী আরেকবার দিয়ে এসেছেন সুদূর লন্ডনে এসে।
পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এবং বো আসনে সব প্রার্থী বাংগালী। পার্লামেন্টে একজন বাংগালী এমপি নির্বাচনের জন্য এই ব্যবস্তা। আগে অন্য দল গুলো বাংগালী প্রার্থী দিলেও লেবার পার্টি এই প্রথম বারের মত একজন বাংগালী রোশনারা আলীকে সমর্থন দিয়েছে। তো সেই সভায় আমাদের দীপু মনি আপা লেবার দলের এমপি প্রার্্থী রোশনারা আলীকে সরাসরি সমর্থন দিলেন। যদিও সেখানে কনজারবেটিভ দলের প্রারথী জাকির খান ও উপস্থিত ছিলেন।
দীপু মনি সেখানে বাংলাদেশ সরকারের প্রতিনিধ হিসেবে ছিলেন। তিনি বলতে পারতেন আপনারা যাকে ভালো মনে করেন ভোট দিয়েন। আর যেই নির্বাচিত হউন আমরা আশা করব একজন বাংগালী হিসেবে তিনি বাংলাদেশর জন্য কিছু করার চেষ্ঠা করবেন। আর এভাবে সরাসরি একজনকে একটি রাষ্ঠ্রের পক্ষ থেকে সমর্থন করা শিষ্ঠাচারের পর্যায়ে পড়ে কিনা তা তিনি ভেবে দেখলেন না।
অথচ আমরা আশা করেছিলাম আমাদের মন্ত্রী এমপিরা এদেশের রাজনৈতিক সংষ্কৃতি নিজ চোখে দেখে শেখার চেষ্টা করবেন।
যাই হোক , এখানে ভোটার রাও নির্দিষ্ট কোন দলের সাপোর্টার হিসেবে কাজ করেন না। যাদের প্রতিশ্রুতি ভাল লাগে তাকেই ভোট দিবেন। এ জন্য ঘন্টায় ঘন্টায় জরিপের ফলাফল পরিবর্তন হয়।
তাছাড়া কোন এমপি কে টাকা দিয়ে ভোট কেনাতো দূরের কথা , বরং কোন টাকা খরচ করতে দেখিনি। কি সুন্দর তাদের সিস্টেম আর আইন কানুন।
শুধু হিংসা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।