কেউ কখনও ডাকেনি আমা্য়
কেউ বলেনি কথা
কেউ কখনও প্রশ্ন করেনি
কেমন আছ শিখা??
শিখা আমি নই প্রদীপের
নই শিখা আমি আগুনের
কেউ কখনও বলেনি দেখ
ফুটেছে ফুল ঐ ফাগুনের।
শিখা আমি তাই
পুড়ে হই ছাই
একবারও কেউ দেখেনা।
ডানাভাঙা তাই
নীড়ে বসে আমি
কিছু আর ভালো লাগেনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।