একটা নতুন ল্যাপটপ কিনছি কয়েকদিন আগে। টোশিবা সেটেলাইট। এ এম ডি ৬৪ প্রসেসর ৪ জিবি র্যাম। কাহীনি হইছে যে এম এস অফিস ২০০৭ কিনিনাই, একটা ট্রায়াল ভারসন ছিলো ঐটা এক্সপায়ার করছে, তাই এখন ব্যাবহার করতে পারতেছিনা। ওপেন আফিস ইনস্টল করছি, আপাততঃ কিন্তু এম এস অফিসের সব কমপোনেন্ট নাই এখানে।
যেমন এম এস পিকচার ম্যানেজান দিয়া বড় ছবি গুলা কম্প্রেস করে ছোট কইরা ওয়েবে দিতাম। এখন পারতেছিনা, কেউ অন্য কোন ফ্রি সফটওয়ার এর নাম জানলে জানাইয়েন। তাছাড়া নর্টন এন্টিভাইরাসের ৬০ ট্রায়াল দিয়া চালাইতাছি। দরকার ভালো ফ্রী এন্টি ভাইরাস। জানা থাকলে আওয়াজ দিয়েন।
আমি আগে এ ভি জি ব্যবহার করছিলাম। আইটি লাইনে চাকরী করলেও পিসি উইন্ডোজ, ইউটিলি সফটওয়ার এসব নিয়া ঘাটা হয়না। তাই এখন সাহায্য দরকার। ব্লগের টেকিদের সদয় দৃষ্টি আশা করছি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।