প্রোগ্রামিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্লগ
ভিস্তায় রেডিবুস্ট বলে একটি নতুন ফিচার আছে যেটাতে আপনার 256 মেগাবাইটের বড় কোন একটি ফ্লাশ ড্রাইভকে মেমোরীর মতো ব্যবহার করা যাবে। ফ্লাশ ড্রাইভ ঢোকানোর পর প্রথম ছবিতে দেখানো পদ্ধতিতে একে এই কাজে ব্যবহারের জন্য বাছাই করে নিন।
কি লাভ হবে তাতে?
1। বেশ সুন্দর রিড-রাইট স্পিড
2। খুব দ্রুত র্যান্ডম এক্সেস টাইম
3।
খুব কম পাওয়ারে চলতে পারে
তাই সিস্টেমের ক্যাশ ফাইল জাতীয় জিনিস গুলো জমিয়ে রাখতে ব্যবহৃত হতে পারে এটি। অনেকে হয়ত বলবেন তাহলে হার্ডডিস্ক না কিনে একটা ত্রিশ গিগার ফ্লাশ ড্রাইভ কিনলেই হয়। কিন্তু:
1। আধুনিক হার্ড ড্রাইভের মতো স্পিডে এখনও পৌছতে পারেনি এটা
2। দাম
3।
100,000 বার ব্যবহারের পর নষ্ট হয়ে যায়
তাই ভিস্তার সাথে ফিচারটি আপনার উপভোগ করতে পারেন।
আরো জানতে [link|http://www.codinghorror.com/blog/archives/000680.html|GLv
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।