নিজেকে হারিয়ে খুঁজি
নীল নীল শাড়ী- জামদানী গাঁথা,
মেঘ ছুঁয়ে গেছে আঁচল;
ভাসা ভাসা জলে- পানার জমিন,
বেগুনী ফুলের আদল।
চুরি চুরি খেলা - নীল হরিতের,
মায়াবী নিপুণ ভাঁজে;
ভাসে ভাসে চোখে - তার ছবি টুকু,
মনতো লাগেনা কাজে।
রিনি রিনি বাজে- কাঁচের সে চূড়ি,
আঁধার ছড়ানো চুল;
চাপা চাপা হাসি- তবু বাজে কানে,
বুঝিবা মনের ভুল।
কাছে কাছে এসে- শুধু সরে থাকা
প্রহর থমকে দাড়ায়;
চুপি চুপি দেখা - কাজল সে কালো
বুকের কষ্টে হারায়।
পায়ে পায়ে হাঁটা- তবুও সুদূর,
হাতদুটি পাশাপাশি;
ছুঁই ছুঁই ছোঁয়া- তবুও অধরা,
এভাবেই ভালোবাসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।