যুদ্ধাপরাধীদের বিচার চাই
কিছুদিন আগে আমি ব্লগে উপরের পাজেলটার নাম জানতে চেয়াছিলাম। পাজেলটার নাম রুবিকস কিউব। এই কয়দিন ধরে এটা সলভ করার অনেক চেষ্টার পর আজ সফল হয়েছি। তাই চিন্তা করলাম সবার সাথে শেয়ার করি। আসলে কিছু ট্রিক্স বের করতে পারলে এটা তেমন কঠিন কিছুই না।
আমি যেভাবে সলভ করেছি তাই ধাপে ধাপে লিখলাম।
৩*৩ রুবিক্স কিউবে সাধারণত ৬ টা রঙ থাকে। সাদা, কমলা, নীল, সবুজ, খয়েরি এবং হলুদ। সাধারণত খয়েরীর পেছনে কমলা, সবুজের পেছনে নীল, সাদার পেছনে হলুদ থাকে। তবে অন্য কিউবে অন্য রঙও থাকতে পারে।
সাদা বক্সগুলার কোনাগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন কোন রঙ কিভাবে থাকবে।
১।
আমরা সাদা রঙ থেকে শুরু করি। প্রথমে যে বক্সটির সাদা রঙ মাঝে আছে সেটি ঠিক করুন।
২।
এরপর ছবিতে দেখান মত সাদাগুলো ঠিক করুন। এটা নিজেরাই পারবেন। মনে রাখবেন খয়েরীর পেছনে কমলা, সবুজের পেছনে নীল থাকবে।
এখন আপনাকে কিছুটা কোডিং শিখতে হবে। কোডিং হচ্ছে
F=Front R=Right L=Left B=Back U=Up D=Down
যদি এগুলো শুধু অক্ষরে থাকে তবে clockwise ঘুরাতে হবে।
যদি এর উপরে প্রাইম থাকে মানে R' , L' থাকে তবে একে anticlockwise ঘুরাতে হবে। আর যদি অক্ষরের পর ২ থাকে তবে তাকে ১৮০ ডিগ্রিতে ঘুরাতে হবে।
আমরা কিউবের সাদাকে U (Up) ধরেছি।
এখন সাদা ব্লককে এমনভাবে আনুন যেন নিচের ছবির মত হয়।
৩।
যদি আপনার সাদা ব্লক এভাবে থাকে তবে F D F' ভাবে ঘুরান
যদি এভাবে থাকে তবে R' D' R ভাবে ঘুরান।
এভাবে সম্পূর্ণ সাদা মেলালে আপনার কিউবটি নিচের ছবির মত হবে।
চলবে.....................
পর্ব - ২
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।