আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক সেলিব্রেটি ০১: বিহাইন্ড দ্য সিন (অটোলাইকার বট) যেভাবে লাইক বাড়াবেন

জামাত-শিবির দূরে গিয়া মর!

শুরুর আগেঃ এই পোষ্টে বর্ণনা করা সকল ষ্টেপ নিজ দায়িত্বে ব্যবহার করবেন। অটোলাইকার ঠিকমত কন্ট্রোল করতে না পারলে স্প্যামিং বা হ্যাকিং এর সম্ভাবনা থাকে। এমন কিছু হলে আমি কোন দায়িত্ব নিতে পারবো না। বর্তমানে ফেসবুক সেলিব্রেটিদের কান্ডকারখানা নিয়ে অনলাইন জগতে বেশ তোলপাড় শুরু হয়ে গেছে। পোষ্টে ১০০ লাইক পড়লেই সেলিব্রেটিদের কাতারে নাম উঠে যায় শুনছি।

আরো শুনছি বিয়ে করলে সেলিব্রেটি বানিয়ে দেয়ার কথা। আমি প্রথমেই বলেছি এইসব সেলিব্রেটি (!) যারা ফালতু ষ্ট্যাটাস দিয়ে শত শত লাইক পায় তাদের অনেকেই অটো লাইকার ব্যাবহার করে। অনেকেই বিশ্বাস করেন না। অনেকেই অটো লাইকার কনসেপ্টকেই ভূয়া বলে উড়িয়ে দেন। তাদের বলছি বাঙালি বড় হুজুগে জাতি।

কারন যে পোষ্টে ৫০+ লাইক দেখা যায়.. সেখানে আপনিও লাইক দিবেন.. ঐ ৫০ লাইকের দ্বারা আপনি প্রভাবিত হয়েই লাইক দিবেন। এভাবেই লাইক কমেন্ট বেড়ে যায়। আর একমাস নিয়মিত অটোলাইকার ব্যবহার করলে তারপর আর এর দরকার হয় না.. তখন মানুষ এমনিতেই আপনার "হ্যাচ্চু" ষ্টাটাসে লাইক দিবে। অটোলাইকার কি? অটোলাইকার মূলত ফেসবুক লাইক ইনক্রিমেন্ট স্ক্রিপ্ট বা বট। এর দ্বারা আপনি আপনার প্রচুর ষ্ট্যাটাসে লাইক আনতে পারেন।

এবং হ্যা.. পুরোটাই বিনা খরচেই। এরকম ভাবে অটো কমেন্টার, অটো পেজ লাইকার, অটো ফলোয়ার বট/স্ক্রিপ্ট পাওয়া যায়। অত দূরে যাচ্ছি না.. আজ আমি শুধু অটো লাইকার নিয়েই কথা বলবো। অটোলাইকার কিভাবে কাজ করে? অটোলাইকার মুলত একটা ফেসবুক এ্যাপস। এই এ্যাপস আপনার বেসিক ইনফরমেশন এবং আপনার পক্ষে পোষ্ট দেয়ার অনুমতি পেয়ে থাকে।

আপনি যেমন অটোলাইকার ব্যবহার করছেন তেমনি আপনার মত আরও কয়েক হাজার মানুষ অটোলাইকার ব্যাবহার করছে.. এই এ্যাপস এর মাধ্যমেই এই এ্যাপস ব্যবহারকারী সকলে নিজেদের ভেতর পারস্পারিক লাইক বিনিময় করছে। অর্থ্যাৎ আপনার নিজের অজান্তেই আপনি এমন আরো ইউজারের ষ্ট্যাটাসে লাইক দিচ্ছেন এই এ্যাপস এর কল্যানে। চলুন প্রাক্টিক্যালি দেখি। অটো লাইকার ব্যবহার করার জন্য আমি নতুন একটি ফেসবুক একাউন্ট ব্যবহার করেছি। কেন করেছি সেটা শেষে বলব।

এই একাউন্টে আমার কোন ফ্রেন্ডস বা ফলোয়ার নেই। ১) অটোলাইকার ব্যাবহার করার জন্য প্রথমেই আপনার ফেসবুকের একাউন্ট সেটিং এর ফলোয়ার ট্যাব থেকে ফলোয়ার অপশন এনাবল করে নিন। ২) যে কোন অটোলাইকার স্ক্রিপ্ট যেমন এই লিংকে যান। তাহলে নিচের মত পেজ পাবেন। ৩) এবার লগইন ট্যাবে ক্লিক করুন।

নতুন ট্যাবে নিচের মত একটা পেজ ওপেন হবে। ৪) go বাটনে ক্লিক করেন। নিচের মত একটা পপ আপ আসবে। এই এ্যাপস আপনার পেজ ম্যানেজ করার পারমিশন চাচ্ছে। ওকে দিন।

৫) এইবার ব্রাউজারের এ্যাড্রেসবারে খেয়াল করুন। এখান থেকে আমাদের এক্সেস টোকেন কালেক্ট করতে হবে। ছবির মত করে #access_token= এবং &expires_in=0 এর মাঝের টুকু কপি করুন। এটাই আমাদের এক্সেস টোকেন। ৬) এবার সেই আগের পেইজে ফিরে যান।

এবং টেক্সট বক্সে এক্সেস টোকেন পেষ্ট করুন। এবং Submit query তে ক্লিক করুন ৭) এবার দেখুন আপনার প্রোফাইল পিকচার শো করছে এবং হ্যালো বলছে। এখানে আপনার ষ্ট্যাটাসের আইডি দিতে হবে। ৮) ষ্ট্যাটাসের আইডি পেতে লাল চিহ্নিত অংশ তে ক্লিক করুন। এড্রেসবার থেকে আইডি কপি করুন।

( ফেসবুক.কম/username/posts/ID ) ৯) ছবিতে সিলেক্ট করা অংশটুকু আমার পোষ্টের আইডি। ১০) আবার সেই আগের পেজে যান এবং আইডি পেষ্ট করে Start ক্লিক করুন। ১১) একটু অপেক্ষা করুন। তারপর দেখেন আপনার ষ্ট্যাটাসে লাইক বেড়ে যাচ্ছে। ল্যান্ডজোলাইকার দিয়ে ৫০ থেকে ৬০ টার বেশি লাইক পাবেন না।

তবে অনেক বট আছে যা দিয়ে অনেক বেশী লাইক পাওয়া যায়। যেমন আমি ল্যান্ডজোলাইকারের পাশাপাশি আরও দুটি বট ব্যবহার করে ২৭ মিনিটে ৫২৮ টা লাইক জেনারেট করেছি। সতর্কতাঃ এইসব বট/স্ক্রিপ্টের এ্যাপস কন্টোল করতে না পারলে আপনার টাইমলাইন, পেজ, গ্রুপ ষ্প্যামিং মেসেজ দিয়ে ভরে যাবে। এই জন্যই আমি নতুন আইডি খুলে লাইক জেনারেট করেছি। তবে আপনি যদি এ্যাপস এর পোষ্ট ভিজিবিলিটি Only me দিয়ে রাখেন তবে স্প্যামিং থেকে বাচলেও বাচতে পারেন।

সবচেয়ে বড় কথা আজকাল হ্যাকাররাও হ্যাকিং এর জন্য এইসব বট/স্ক্রিপ্ট ব্যবহার করে। সো সাধু থুক্কু মডু সাবধান। কিছু কথাঃ আমি ব্যাক্তিগত ভাবে সবাইকে অনুরোধ করবো এই বট ব্যবহার না করতে। তবে আপনি যদি সেলিব্রেটি হতেই চান.. তবে আমার মনে হয় কোন বিকৃত মস্তিষ্কের চামচামি না করে লাইকবট ব্যবহার করাই ভাল। প্রেম/বিয়ের বিনিময়ে সেলিব্রেটি হবার দরকার কি? আমাকে ইনবক্সে নক কইরেন।

আমার সাথে প্রেমও করা লাগবে না বিয়ে তো বহু দূরের কথা.. আপনার পোষ্টে লাইকের ব্যবস্থা করে দিবো। বুঝিনা ফেসবুকে লাইক দিয়ে কি হয়? আমি চাইলে আমার হ্যাচ্চু ষ্ট্যাটাসে ১০০০+ লাইক আনতে পারি। কিন্তু কি লাভ? এতে নিজেই নিজের সাথে প্রতারনা করা ছাড়া আর কিছু না। সেলিব্রেটি হতে চাইলে ভাল ভাল বন্ধু খুজে বের করুন। টুকটাক এক্টিভ থাকুন আর ভালো ভালো ষ্ট্যাটাস দেন।

তাহলেই আপনি আসল সেলিব্রেটি হতে পারবেন। সবাই ভালও বাসবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.