আমাদের কথা খুঁজে নিন

   

নির্দলীয় নিরপেক্ষ সরকার



রাষ্ট্র পরিচালনা করতে দলীয় পক্ষপাতমূলক সরকার গঠনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। দলীয় সরকার ফ্রি, ফেয়ার, ক্রেডিবল না হলেও চলবে। কিন্তু নির্বাচন হতে হবে ফ্রি,ফেয়ার, ক্রেডিবল। দলীয় সরকার পরিচালিত রাষ্ট্রে চাকরীতে নিয়োগ, প্রমোশন, ব্যবসা বানিজ্য, ঠিকাদারী ইত্যাদি সব চলবে দলীয় বিবেচনায়; যোগ্যতা নয়, কিছু পেতে হলে সরকারি দলের হতে হবে। কিন্তু নির্বাচন চাই নির্দলীয় নিরপেক্ষ।

--- এসব রাজনীতিবিদদের চাহিদা। তবে জনগণ চায় নির্দলীয় নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা; নির্দলীয় নিরপেক্ষ সরকার। যে সরকার রাষ্ট্র পরিচালনা করবে সততা ও যোগ্যতার বিবেচনায়; দলীয় বিবেচনায় নয়। দলীয় সরকার, দলীয় লুটপাট, দলীয় একনায়কত্ব নয়; জনগণের চাহিদা নির্দলীয় নিরপেক্ষ সরকার দ্বারা পরিচালিত শান্তিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা। তবে সেটা পেতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় পেশীশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.