লড়াই করে জিততে চাই
জীবনের প্রতিমুহুর্তের সঙ্গী হয়ে উঠেছে মোবাইল, স্মার্টফোন অথবা ল্যাপটপ। বিশেষ করে স্মার্টফোন, ল্যাপটপ তো হাতে হাতে চলে এসেছে ভার্চুয়াল দুনিয়ায় যুক্ত থাকার জন্য। আধুনিক সময়ে সোসাল মিডিয়াকে কোনোভাবেই অগ্রাহ্য করা যায় না।
কিন্তু এসব আধুনিক প্রযুক্তি নতুন প্রজন্মকে বেশ রুক্ষ ও রগচটা মেজাজি করে তুলছে বলে জানিয়েছে গবেষকরা। যারা মাত্রারিক্ত স্মার্টফোন ও ফেসবুক ব্যবহার করে তারা অন্যদের চেয়ে বেশি রুক্ষ মেজাজ দেখায় বলে তথ্য উঠে এসেছে এই গবেষণায়।
ডেইলি মেইলের একটি রিপোর্টে এই আতংকজনক তথ্য দেয়া হয়েছে।
মেজাজ হারানোর এই হার সবচেয়ে বেশি তরুণদের মধ্যে। ২০ বছর বা তার কম বয়েসী তরুণদের প্রায় শতকরা ৭৭ ভাগই মনে করে ফেসবুক বা টুইটার ব্যবহারের ফলে মেজাজ রুক্ষ হয়ে গেছে। অল্পতেই রেগে যাওয়ার এই হার বয়স্কদের ক্ষেত্রে শতকরা ৬২ ভাগ।
বিষেশজ্ঞরা তাই মনে করেন, সোসাল জগত থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো।
ফেসবুকে অতিরিক্ত সময় কাটানোই রগচটা হওয়ার কারণ।
বাংলাদেশ প্রতিদিন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।