আমাদের কথা খুঁজে নিন

   

থাউজেন্ডস মাইলস টু গো -২


ইউটাতে আমি ড্রাইভিং লাইসেন্স পেয়ে ২ দিনের মধ্যে একটা গাড়ী কিনলাম। গাড়ী কেনার ২ দিনপর জানতে পারলাম আমাকে মুভ করতে হবে নিউ ইয়র্কে। নতুন ড্রাইভার আমি, এখনও ইজি হতে পারিনি। কি করি এখন? সিদ্বান্ত নিলাম ২২০০ মাইল ড্রাইভ করেই যাব। শীতের কাপড়,কম্বল, কিছু খাবার ও পানীয়, ইমারজেনসি কিট ও জিপিএস নিলাম।

তারপর ম্যাপ-স্টাডি, রুট আর স্টপেজ প্ল্যান করে আল্লার নামে ড্রাইভ শুরু করলাম ভোর ৫:৩০ এ। তো সে ড্রাইভের কাহিনী বলছি। আগের পর্ব ৩. চারদিকের চমৎকার দৃশ্যপটের মধ্যে আমি চলছি। ঢেউ খেলানো উচু নিচু রাস্তা। মাইলের পর মাইল সরল রেখার মত চলে গেছে।

দুপাশের হালকা বাদামী তৃনভুমী। মাঝে মাঝে গুরুর পাল,কিছু ঘোড়াও দেখলাম। একে একে পার হলাম ওয়াইল্ড ওয়েস্টের সেসব অন্চল। রাস্তা আর ওয়েদার দুটাই স্পীডিং এর উপযোগী। তাই আমি খুবই ফুরফুরে মনে গান শুনতে শুনতে দ্রুতবেগে চলছিলাম।

কিন্তু সে সুখ আর বেশীক্ষন থাকলোনা। শুরু হল তুষারপাত। ৪. ছোট ছোট তুলার মত তুষার উড়ে আসতে লাগলো। সুর্য হারিয়ে গেলো। চারদিকে কেমন একটা ধোয়াশা-কুয়াশা ভাব।

রাস্তার দুপাশে তুষার এর পরিমান বাড়তে লাগলো। মনে হচ্ছে কেউ যেন সেভিং ফোম ছিটিয়ে দিয়েছে। প্রথম প্রথম রা্স্তায় তুষার ছিলোনা, কিন্তু কিছুক্ষনের মধ্যে রাস্তার উপরেও তুষারের পরিমান বাড়তে লাগলো। হেডলাইট অন করে গতি ধীর করে দিলাম। গাড়ীগুলো ডানপাশের লেইনে চলছে শুধু কারন বামপাশের লেইনে প্রচুর তুষার, কিন্তু কিছু গাড়ী ঠিকই বামপাশ দিয়ে সাঁ সাঁ করে করে বরফের তোয়াক্কা না করে চলে যাচ্ছে।

যাওয়া সময় আবার তাদের চাকা থেকে তুষার ছিটকে আমার গাড়ীতে এসে পড়ছে। আমার গাড়ীতে স্নো টায়ার নাই তাই আমি আগে যেতে পারবোনা, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আবার ভাবছি গাড়ী যদি এখানে নষ্ট হয়ে যায় তাহলে কি উপায় হবে, চারদিকে এখন যে শুধু তুষার মরু। উপপস... এক বিশাল ট্রাক ওভারটেইক করার সময় তুষার সহ আর কি জানি স্প্রে করে আমার উইন্ডশীল্ড পুরো ঢেকে দিলো। ভয়াবহ অবস্থা, কিছুই দেখতে পাচ্ছি না, উইপারেও ক্লিয়ার হচ্ছে না।

পাগলের মত পানির স্প্রে চেপে ধরলাম। পরের পর্ব
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।