চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের (চিটাগাং হিল ট্র্যাক্টস, সিএইচটি) দায়িত্বরত কর্তৃপক্ষ এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদস্যদের কাছে লিখেছে যে, তারা রাং লাই ম্রো-এর স্বাস্থ্য সম্পর্কে সংগঠনটির উদ্বেগ লক্ষ করেছে, এবং এটি কারা মহাপরিদর্শকের কাছে পৌঁছে দিয়েছে৷ তবে, যদিও কর্তৃপক্ষ নিশ্চয়তা দিয়েছে যে কারা মহাপরিদর্শককে “এই প্রেক্ষিতে আবশ্যক ব্যবস্থা” গ্রহণের জন্য বলা হয়েছে, কিন্তু এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এমন কোনো খবর পায়নি যে রাং লাই ম্রো তার প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন৷
রাং লাই ম্রো দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের আদিবাসী ম্রো জনগণের একটি সম্প্রদায়ের নেতা, এবং তাকে চট্টগ্রাম জেলা কারাগারে আটক রাখা হয়েছে৷ লাইসেন্স ছাড়া পিস্তল রাখার অভিযোগে তাকে ২০০৭ সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার করা হয়৷ চার মাস পরে এই অপরাধের জন্য তাকে ১৭ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়, যদিও তার আইনজীবীরা আদালতকে জানিয়েছিলেন যে তার পিস্তলটির লাইসেন্স করা ছিল৷
তাকে গ্রেপ্তার করার পর বান্দরবান সেনানিবাসে সেনাবাহিনীর স্থানীয় সদর দপ্তরে সেনা কর্মকর্তারা আটকাবস্থায় তাকে গুরুতরভাবে পেটায়৷ এই নির্যাতন সম্পর্কে কখনোই তদন্ত করা হয়নি৷ তাকে বান্দরবান জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে হয়, যেখানে ডাক্তাররা দেখেছেন যে তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন৷ তাকে যথাযথ চিকিৎসা ছাড়াই কারাগারে ফেরত পাঠানো হয়৷ ২০০৭ সালের অক্টোবরে তার স্বাস্থ্য আরো খারাপ হয়, এবং তাকে হাসপাতালে চিকিৎসা করাতে হয়, যেখানকার ডাক্তাররা জানান যে আরো ভালো যন্ত্রপাতিসজ্জিত হাসপাতালে তার চিকিৎসা করানোর দরকার, কিন্তু তাকে আবারো কারাগারে ফেরত পাঠানো হয়, তার স্বাস্থ্যের কোনো উন্নতি ছাড়াই৷ তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার এবং স্বাস্থ্য আরো খারাপ হয়ে যাওয়ার ঝুঁকির মধ্যে রয়েছেন৷
এই বছর উন্নত চিকিৎসার প্রয়োজনে এখন পর্যন্ত এক ডজনেরও বেশি বন্দীকে সরকার উন্নতমানের যন্ত্রপাতিসজ্জিত হাসপাতালে স্থানান্তর করেছে, কিন্তু রাং লাই ম্রো তাদের একজন ছিলেন না৷ এই সকল বন্দীদের কয়েকজনকে চিকিৎসার জন্য এমনকি বিদেশে যাওয়ারও অনুমতি দেয়া হয়েছে৷
সুপারিশকৃত পদক্ষেপঃ অনুগ্রহ করে যত দ্রুত সম্ভব আপিল পাঠান, ইংরেজিতে বা আপনার নিজের ভাষায়ঃ
রাং লাই ম্রো তার হৃদযন্ত্রের গুরুতর অবস্থার জন্য যাতে অবিলম্বে প্রয়োজনীয় সকল চিকিৎসা লাভ করেন তা নিশ্চিত করার জন্য কারা মহাপরিদর্শককে আহ্বান জানিয়ে যত দ্রুত সম্ভব আপিল পাঠান৷
আপিল পাঠানোর ঠিকানাঃ
Brigadier General Zakir Hassan
Inspector General of Prisons (IG Prisons)
Office of the Inspector General of Prisons
Nazimuddin Road, Dhaka,
Bangladesh
Fax: +88 02 7300333
Salutation: Dear Brigadier General Zakir Hassan
প্রতিলিপি পাঠানঃ
Major Gen (ret.) MA Matin
Adviser
The Ministry of Home Affairs
The Bangladesh Secretariat
Dhaka-1000
BANGLADESH
Fax: +88-02-7160405, +88-02-7164788
Email:
Salutation: Dear Adviser
Raja Debashish Roy
Special Assistant to the Chief Adviser on Chittagong Hill Tracts affairs
Building No. 4, 6th Floor
Bangladesh Secretariat
Dhaka 1000, Bangladesh
Email:
Salutation: Dear Mr Roy
এবং আপনার দেশে বাংলাদেশের স্বীকৃত কূটনৈতিক প্রতিনিধিবৃন্দের কাছে৷
অনুগ্রহ করে অবিলম্বে আপিল পাঠান৷ ৯ জানুয়ারি ২০০৯ তারিখের পর আপিল পাঠালে আন্তর্জাতিক সচিবালয়, বা আপনার সেকশন অফিসের সাথে যোগাযোগ করুন৷
আরো পড়ুন: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।