আমাদের চারপাশে আজকাল
মৃত্যুর পদচারণা প্রতিমুহূর্তে,
নিয়ত ধুকে ধুকে ক্লান্ত
আমরা সবাই।
সকাল থেকে সন্ধ্যে অব্দি
প্রতিদিন একই নিয়মে
জীবিকা এবং জীবনের সন্ধানে
হণ্যে হয়ে ঘুরি আমরা
এবং প্রতিক্ষণ বিমর্ষ থাকি
দমবন্ধ হয়ে যেতে পারে, ভয়ে।
তুমি বাঁচাও- এ অন্ধ বিশ্বাসে
আজকাল আমরা আর বিশ্বাসী নই হে ঈশ্বর,
আমরা জানি
বিশ্বাস করি
তোমার জারিজুরি কোনই নেই আর,
তোমার সমস্ত শক্তি আজ
চুরি করে নিয়ে গেছে অন্য কেউ।
তাই এখন থেকে
তোমার উপাসনা আর করবো না
আমরা।
আমাদের সমস্ত দুঃখকে
একটি মূহুর্তে যে উড়িয়ে দেবে
তারই আরাধনা করবো
প্রতিদিন
প্রতিক্ষণ
যতক্ষণ না আমাদের ইচ্ছে পূরণ হবে।
দুঃখ পেও না হে ঈশ্বর,
তোমার এই দুঃখময় পরিস্থিতি তোমারই
ইচ্ছের জন্য।
সম্ভবতঃ তুমি শক্তিশালী পরাক্রম
তবুও তুমি পারোনি
সুনয়নার মুখে হাসি ফোটাতে
যা এক দানব হরণ করেছে
দারুণ ষড়যন্ত্র।
তুমি শক্তি সঞ্চয় করে এসো,
আমাদের দুঃখ ভুলিয়ে দিতে পারলেই
তোমার স্থান ফিরে পাবে
ততোদিন...
ওটা আমার দখলেই থাক!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।