আমাদের কথা খুঁজে নিন

   

গরুর পিছে দৌড়

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

অ-নে-ক বছর আগের কথা, আমাদের কোরবানীর জন্য গরু কেনা হয়েছে। মোটেই শান্ত স্বভাবের গরু নয়, আনার পর থেকেই আশে পাশের সবাইকে গুতা দেওয়ার চেষ্টা করছে। আমি ভয়ে গরুকে স্পর্শ করতে পারছি না।

বহুত টানাটানি করে গরুটাকে রাতে পাশের স্কুলের মাঠে রাখা হলো, যেখানে এলাকার সবাই তাদের কোরবানীর জন্য কেনা গরু রাখতো। আমার মামা সহ আরো দুই জন শক্ত একটা পিলারের সাথে গরুটাকে টাইট করে বাধালো। গরুর ফোসফোস আর কমে না। ইতিমধ্যে কয়েকজন কে সে গুতা-লাথি দিয়ে দিয়েছে। ঈদের দিন ভোরে গরু আনতে আমার মামা, মামার এক বন্ধু সহ অন্য আরেক জন লোক গেলো স্কুলে।

সাথে আমিও ছিলাম দুধ ভাত হিসাবে। পিলারে শক্ত করে বাধা দড়ির গিট্টু খোলা হলো। গরুর মধ্যে তেমন কোন ভাব-ভঙ্গী খুজে পাওয়া গেলো না। গরুর গলার দড়ি, নাকের দড়ি ধরে যেই স্কুলের মেইন গেট পার হলো তখনই গরুটা সর্বশক্তি দিয়ে দিল ছুট। আমার মামা রাস্তায় ছিটকে পড়লো, আমরা ৩ জন ধর ধর বলে গরুর পিছন পিছন ছুটলাম।

সঙ্গে ছুটলো আরো অনেকেই। স্মৃতি ঃ ছোটবেলার স্মৃতি, দিন-তারিখ মনে নাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।