আমাদের কথা খুঁজে নিন

   

ফ্লাডিং করতাছি বন্যার ময়লা পানিতে ব্লগ ভাইসা গেল

আমার পরানে যে সুর বাজিছে ...............

আমি কিছু কিছু ছবি ভালোবাসি। আমার মনে আছে ফুলার রোডে বসে এক তরুনীকে বলেছিলাম, এই পিপড়া গুলাকে দেখ। কি ছোটাছুটি করছে। তুমি কি জান এই দৃশ্যটা দেখতে আমার কি যে ভালো লাগছে। তার মুখ দেখে মনে হল সে ভাবছে আমি তার কাছে কবি ভাব নিচ্ছি।

এরপর আর কোনদিন তাকে বলিনি আমি কি ভালোবাসি আর কি ভালোবাসি না। গতকাল বাজার থেকে আসছি সন্ধ্যার দিকে। এক ভিখারিনী রাস্তার পাশে বসে সারাদিনের ভিক্ষের পয়সা গুনছে। এই ছবিটা আমার মাথায় ঢুকে বসে আছে। অনেকটা যেমন গান ঢুকে যায় মাথার ভিতর।

কয়েকদিন সেই গানটাই বাজতে থাকে। একেকটা ছবির একেক রকম সুর থাকে। যখন বাসে করে যাই। একটার পর একটা ছবি আসতে থাকে। প্রতিটা ছবি নিয়ে আসে একটা সুর।

আর সুরগুলো মিলেমিশে একটা মোলায়েম মিউজিক তৈরী করে মাথার ভিতর। খুব খারাপ ব্যাপার যে এই মিউজিকটা আমি কাউকে শুনাতে পারি না। রাস্তার পাশে বসে টাকা গুনতে থাকা বৃদ্ধ যে গানটা বাজাচ্ছে সেটা কিছুটা কষ্টের, বেশিরভাগটাই মসৃন আর আরামদায়ক। আমাকে বাস্তবে চিনে এমন কয়েকজন বলেছে আমার ব্লগ নাকি বিকৃত। তারা আমাকে আর আমার ব্লগকে মিলাতে পারে না।

তাদের জন্যই আমি এই কথাগুলা লিখলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।