লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
বন্ধু প্রিনস ছিল গণিতের ছাত্র । পরীক্ষা-টরিক্ষা দেবার ব্যাপারে বরাবরই আগ্রহ কম । 3য় বর্ষ ফাইনালের সময়ে দেখা গেল ছেলে মোটামুটি কোন টিউটোরিয়াল ছাড়াই বছর পার করে দিয়েছে । প্রতিষ্ঠান বরাবরই আর্যদের পক্ষে, দ্রাবিড়দের বিরুদ্ধে । প্রফেসার জানালেন হবে না ।
অনার্স পরীক্ষা দিতে হলে চেয়ারম্যানের পারমিশন নিয়ে আলাদা ভাবে টিউটোরিয়াল দিয়ে আসতে হবে । মহা ঝামেলা । বেচারা শঙ্করের পূজায় ব্যস্ত থাকায় , বুজের্ায়া গণিতে তেমন সময় দিতে পারেনি । হলে বসে সবার সাথে ব্যপক পরামর্শ করে একখানা জবরদস্ত দরখাস্ত দাড় করানো হলো । কিন্তু বিধি বাম ।
চেয়ারম্যান ম্যাডাম সেটা পড়ার শ্রম টুকু না দিয়ে ছুড়ে ফেলে দিলেন । প্রিনস দু:খে হেসে ফেলে বলল :
এইটা একটা কথা ! এইটা একটা কথারে দাদা....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।