লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
ক্লাস নাইনের কথা । 1990 এর বিশ্বকাপ চলছে । ক্লাস টিচার নেপাল বাবু ছিলেন আর্জেন্টিনার ঘোরতর সমর্থক । ্ব্রাজিলের প্রথম খেলা ছিল সুইডেনের সাথে । তখনকার তারকা কারেকা তিনটির মধ্যে দুটি গোল করেন , অবশ্য ব্রাজিলের চিরকালিন ট্রেডিশান মেনে, অর্থাৎ 15-20 টি চানস মিস করে । ক্লাসে ব্রাজিল সমর্থকেরা দলে ভারী । ব্রাজিল সুইডেন খেলার পরদিন আজেন্নটাইনদের উপর আক্রমণ । নেপাল বাবু মুখ খুললেন একটু দেরিতে । স্যারের বাড়ি বরিশাল । বল্লেন :
কারেকা যে দুইডা গোল দেসে...ও জাগায় ম্যারাডোনা থাকলে গোডা তিরিশেক গোল দিয়া ফালাইতে...হে: বেরাজিল...ডি-বক্সের মাইদ্যে বল লইয়া লাড়ে চাড়ে ..গোল দেতে পারে না !!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।