আমাদের কথা খুঁজে নিন

   

উন্নত জাতের পাত্রের জন্য পাত্রী খোঁজা পর্ব ....

কোন আপডেট নেই।
রাফি (সঙ্গত কারণেই আসল নাম না) ভাইকে অনেকদিন থেকেই চিনি। আমার একসময়ের খন্ডকালীন কামলা খাটার অফিসে প্রথম ওনার সাথে পরিচয় হয়েছিল। বেশ নায়ক নায়ক একটা সহজাত ভাব আছে ওনার মধ্যে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তুখোর তার্কিক ছিলেন।

এবং ভাল ছাত্র তো অবশ্যই। পরে বিদেশে গিয়ে পেখমে আরো কয়েকটা ডিগ্রির পালক লাগিয়ে আনেন। আর প্রফেশনাল লাইফেও বেশ সার্থক। অন্তত বেতনের অংকের আন্দাজ সেরকমই আভাস দেয়। অনেকদিন পরে আজকে ওনার সাথে আমার এক কাজিনের অফিসে দেখা।

জানলাম উনি আমার ভাইয়ারও বিশ্ববিদ্যালয় জীবণের বন্ধু। তো কথায় কথায় জানলাম রাফি ভাই বিয়ের জন্য পাত্রি খুঁজছেন... দুষ্টুমি করার উদ্দেশ্যে জিজ্ঞেস করে ফেললাম "ভাইয়া কেমন বউ খুজছেন?" .... ওনার স্বভাব মতই বেশ গোছালো উত্তর দিলেন.... "...দেখ আমাকে তো চেনই ...আমি এবং আমার ফ্যামিলির সবাই বেশ আধুনিক-মনের আর উদার। ....." এর পর বেশ কিছুক্ষণ ওনার এবং ওনাদের সবার উদার মন, উচ্চ শিক্ষা, কুঃসংস্কার মুক্ততা ইত্যাদি হ্যান-ত্যান সুশীল বৃত্তি নিয়ে বলার পর আসল পয়েন্টে আসলেন। "এতদিন পর্যন্ত তো অনেক মেয়েই দেখলাম... আজকালকার এদের সাথে জীবণ কাটানো যায় না। ....বউ হতে ঘরের মেয়ে হতে হয়।

খুব শিক্ষিত মেয়ে আমার বা আমার ফ্যামিলির পছন্দ নয়। বেশি শিক্ষিত হলে অনেক প্রবলেম হয়। ঘরে থাকতে চাইবে না। আর খুব বেশি আই-কিউ টাইপ মেয়ে হলে তো ফটফট করে মুখে-মুখে কথা বলবে। মেয়েকে ভদ্র-নম্র্য হয়ে আমার পরিবারের সবার মন জুগিয়ে চলতে হবে।

আর সহিষ্নুতা না থাকলে তো ধর দুই দিন পরই আমার ফ্যামিলির সাথে ক্যাচাল করে আলাদা হতে চাইবে। আর মেয়েকে তো সুন্দর হতেই হবে। একশটা মেয়ের মধ্যে যদি চোখেই না পড়ল তাহলে এমন বউ পাশে রেখে কি লাভ বল? আর মেয়ের ইতিহাস পরিস্কার হতে হবে। যদি দেখি বিয়ের পর এই গল্প সেই কেচ্ছা বের হচ্ছে তাহলে তো লাইফ হেল হয়ে যাবে। সেজন্য অবশ্য কম বয়স্ক ...ধর ১৯-২২ বয়সের মেয়েই ভাল।

আর ধর মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভাল হতে হবে। বিয়ে করে যদি পরিচয়ই দিতে না পারি তাহলে কেমন হল। আর বিত্তশালী শশুর-বাড়ী মানেই তো একটা বাড়তি নিরাপত্তা ...তাই না ...(এ কথার পর অবশ্য একটা খা-খা টাইপ হাসি ছিল)। তবে আমার মধ্যে যৌতুক-প্রথার উপর ভয়ানক ঘৃণা আছে। শশুর বাড়ির কাছে আমার বাড়তি কিছু (!) চাওয়া নেই....." .....সু পাত্র আরো অনেক কথাই বলেছিলেন... সব মনে নেই ...চুম্বক অংশটুকু লিখলাম।

....রাফি ভাইয়ের বাবা ছিলেন আমলা... মা ডাক্তার। ভাই-বোনেরাও বেশ উচ্চ শিক্ষিত। ওনার জন্য নাকি যোগ্য পাত্রি সমাজে বেশ চিড়ুণী অভিযান চলছে। হাজার হলেও এহেন উন্নত জাতের "ফাতরের" জন্য তো আর যে সে "ফাতরি" গছানো যায় না। ....মনে মনে ভিমরিত হয়ে আমি মনে মনেই বলে ফেললাম।

...মনা তুমি যাহা খুঁজিতেছ ...সেই খায়রুন/নাসিরুন সুন্দরীরা এই সময়ে বাস করে না। এই টেস্ট সহ জন্ম নিতে কিন্চিত দেরী কইরা ফালাইছো বাছা। ....তবে তোমার সমস্যার সমাধান একমাত্র জুল-ভার্ন বা স্পিলবার্গ দিতে পারে ...টাইম মেশিন ছাড়া তোমার কুমার-জীবণের কোন গতি নাই। ....আপচুচ। ...সিনিয়র মানুষ তাই মুখে কিছু বললাম না।

অবশ্য এই ঘটনা নতুন কিছু না। প্রায় সব পত্রিকায়ই পাত্র-পাত্রী নামক রেগুলার কমেডি কলাম থাকে। ....কিছু বিজ্ঞাপন তো সেরা জোকের ইতিহাস বইয়ে স্থান পাওয়ার মত। ...যাদের জীবণে রস-কষের অভাব বোধ করছেন... একটা অনুরোধ থাকল... রেগুলার অন্তত পাত্র-পাত্রী কলামটা পড়বেন। ....জগতের সকল সুপাত্রের গতি হোক।

....আমিন। ব্যবহার করা ছবিটি রাগিব হাসান এর, এবং উইকিপিডিয়া থেকে নেয়া। যার লিংক ... Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।