বার্লিনে ৪ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হল আইফা ট্রেড শো। এ শোতে ‘গ্যালাক্সি গিয়ার’ স্মার্ট হাতঘড়ি ও ‘নোট থ্রি’ ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। বিশ্বের ১৪৯ টি দেশে ২৫ সেপ্টেম্বর থেকে স্যামসাংয়ের নতুন এই পণ্যদুটির বিক্রি শুরু হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। স্যামসাংয়ের এই পণ্য ঘোষণার অনুষ্ঠানে সবার নজর কেড়েছিল পরিধেয় প্রযুক্তিপণ্য গ্যালাক্সি ব্র্যান্ডের হাতঘড়ি ‘গ্যালাক্সি গিয়ার’।
এ হাতঘড়িতে রয়েছে ১.৬৩ ইঞ্চি মাপের সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই স্মার্ট হাতঘড়ি ব্যবহার করে মোবাইল ফোনের মতোই কল করা যাবে বা বার্তা আদান-প্রদান করা সম্ভব হবে। এতে রয়েছে ১.৯ মেগাপিক্সেলের ক্যামেরা ও ব্লুটুথ সংযোগের সুবিধা। গ্যালাক্সি গিয়ারে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারের সুবিধা রয়েছে। চার গিগাবাইট তথ্য ধারণক্ষমতার অ্যান্ড্রয়েড-নির্ভর হাতঘড়িটির দাম হতে পারে ২৯৯ মার্কিন ডলার।
৭৪ গ্রাম ওজনের হাতঘড়িটিতে ৮০০ মেগাহার্টজের প্রসেসর ও ৫১২ মেগাবাইট র্যাম থাকবে। গ্যালাক্সি নোট ৩ আদতে স্যামসাংয়ের বড় আকারের স্মার্টফোন। পাঁচ দশমিক সাত ইঞ্চি মাপের ফুল এইচডি রেজুলেশনের পণ্যটিতে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধা থাকবে। ২.২ গিগাহার্টজ কোয়াড কোরের প্রসেসরযুক্ত নতুন স্মার্টফোনটিকে ‘নোট’ নাম দিয়েছে স্যামসাং। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।