আমাদের কথা খুঁজে নিন

   

মুম্বাইতে সন্ত্রাসী হামলার নিন্দা জানাই আমিও...

নীল আকাশে ভেসে থাকতে চাই ধ্রুব তারার মতো

এই পৃথিবী হয়ে উঠছে অশান্ত, আর আর আমরা হয়ে উঠছি মানুষ থেকে অমানুষে। ধিক্কার জানাই এই অমানুষদের যারা প্রতিনিয়ত মানুষকে করছে খুন। কোরআনে আছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করার মতো জঘন্য পাপ আর কোন নাই। এটি একটি জঘন্য অপরাধও বটে। আমরা যরা ইসলাম লেবাসধারী শয়তান তারা মানুষকে হত্যা করছি, আমরাকি জানিনা আমাদের পরকালে জবাবদিহি করতে হবে।

আমরা যারা সচেতন মানুষ আছি, সকলেই এই বর্বরোচিত হামলা ও নিরিহ মানুষকে জিম্মি করার ঘটনাকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। ভারতের মত একটি শক্তিশালি দেশ কি করে এই রকম সন্ত্রাসীদের কর্মকান্ড আগে থেকে ওয়াচ করতে পারলো না। তারা ও তাদের ইন্টিলিজেন্সরা কি আসলেই নামে মাত্র। পাঠক আপনাদেরও হয়তো মনে আছে আমাদের দেশেও একযোগে তিষট্টি জায়গায় বোম্ব ব্লাষ্ট হয়েছিল আমাদের দেশের ইন্টিলিজেন্সরাও কিছু করতে পারেনি। ঠিক ভারতের মতো দেশে এই রকম একটি বড় ঘটনার পূর্ব পরিকল্পনা ভারতের সুরক্ষা বিভাগে বের করতে পারলো না।

আসলে কোন দেশের কোন ইন্টিলিজেন্সরাই কোন কাজের না। খোদ আমেরিকার মতো দেশে এফবিআই'রাও কোন আগাম খবর দিতে পারে যখন টুইন টাওয়ার ধ্বংস করা হয়েছে। তাহলে এতে কি প্রমানিত হয় না। কোন দেশের ইন্টিলিজেন্টরাই আসলে কোন দেশকে সুরক্ষা দিতে পারেনা। তাহলে তাদের এতো সম্মান ও পয়সা খরচ করে রেখে লাভ কি? যদি না তারা কোন কাজই করতে না পারে।

পাঠক ভেবে দেখবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।