পাকিস্তানের ঘন ঘন ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিস্থিতিতে ভারত নিজ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়তে যাচ্ছে। সে লক্ষ্যে দিল্লি ও মুম্বাই শহরকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢালের (BMD) আওতায় আনতে যাচ্ছে ভারত সরকার। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা জাতীয় নিরাপত্তা বিষয়ক কেবিনেট কমিটিতে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। খবর পিটিআই’র।
এক সংক্ষিপ্ত নোটিশের মাধ্যমে ভারতের অস্ত্র নির্মাণ ও গবেষণাকারী প্রতিষ্ঠান ডিআরডিওকে এই দুই শহরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।
ভারতের দিল্লিতে জাতীয় সংসদ
ভারত ২০০৬ সাল থেকে বিএমডি(BMD) বা ব্যালেস্টিক মিসাইল ডিফেন্স প্রযুক্তির অনেক গুলো সফল পরীক্ষা চালিয়েছে। বিভিন্ন ধরনের পৃথ্বী ক্ষেপণাস্ত্র দিয়ে এসব পরীক্ষা চালানো হয়। শক্তি শালী রাডার ও ইন্টারসেপটরের সমন্বয়ে এই প্রযুক্তি কাজ করে। ভারত ছাড়া যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইজরায়েলের রয়েছে এই প্রযুক্তি। আকাশ পথে আক্রমণ এবং স্বল্প ও দুর পাল্লার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের আক্রমণ প্রতিহত করার কাজে এ প্রযুক্তি ব্যবহার করা হবে।
বর্তমানে ভারতের কাছে যে ধরনের BMD ক্ষেপণাস্ত্র রয়েছে তা ২০০০ দুই হাজার কিমি দূরের যেকোনো ক্ষেপণাস্ত্রকে পৃথিবীর বায়ু মণ্ডলের ভিতরে ও বাইরের ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম। ২০১৬ সাল নাগাদ এর পাল্লা ৫০০০ কিমি উন্নীত করা হবে বলে জানিয়েছে ডিআরডিও(DRDO) বিজ্ঞানীরা।
এখন মুম্বাই ও দিল্লিকে কেন্দ্র করে এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুললেও পরবর্তীতে ভারতের প্রধান প্রধান শহর গুলোতে এ প্রযুক্তি স্থাপন করা হবে জানিয়েছে ডিআরডিও। সূত্র, পিটিআই, জি নিউজ,টাইমস অব ইণ্ডিয়া। খবরের সূত্র এই লিংকে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।