আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ হতে পারে 'নাগরিক সাংবাদিকতা'র স্বর্গরাজ্য

সকল অন্ধকারের হোক অবসান

ব্লগিং শুরু হয় মূলত গত শতাব্দীর একেবারে শেষ প্রান্তে। ভাবতেই ভালো লাগে আজ আমরা বাংলায় ব্লগিং করতে পারছি। এই সুযোগকে আমরা চাইলে আরো অনেকভাবে কাজে লাগাতে পারি। তার মধ্যে একটি নাগরিক সাংবাদিকতা। যাকে ইংরাজিতে বলে সিটিজেন জার্নালিজম।

নাম সিটিজেন হলেও এর সাংবাদিক মানেই যে নগরবাসী হতে হবে, তা নয়। আসলে এর মূল বিষয়টা হলো বিপুল জনগোষ্ঠীর সাংবাদিকতায় অংশ নেয়া। আরেকটু ভেঙে বলি। ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর মাদকসেবীদের আখড়া গড়ে উঠেছে। এবং সেসব মাদক সেবনকে কেন্দ্র করে প্রায় সময়ই মারামারি বাধে।

এখন আপনি একদিন পড়ে গেলেন সেই মারামারির সামনে। আপনার কাছে যদি ডিজিটাল ক্যামেরা থাকে (হতে পারে মোবাইলে) তাহলে তা দিয়ে ঘটনার ছবি তুললেন। এবং লিখে ফেললেন একটা লেখা, শিরোনাম: ঢাবিতে মাদক ব্যবসা এবং অরাজক অবস্থা। ব্যাস, এখন এই লেখা পাঠিয়ে দিলেন মূল ধারার পত্রিকায়। তারা ছাপতেও পারে আবার নাও ছাপতে পারে।

কিন্তু ব্লগে আপনার হাত পা বাধা নয়। এই যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থলের ছবি সংগ্রহ এবং তথ্য যতটুকু পারা যায় নিয়ে নেয়া- এটাই মূলত নাগরিক সাংবাদিকতা। এই সাংবাদিকতার মূল শক্তিই হলো সাধারণ মানুষ- যাদের হাতে রয়েছে আধুনিক প্রযুক্তি। ডিজিটাল ক্যামেরা এবং ইন্টারনেট। আপনি একজন পেশাদার না হয়েও সাংবাদিকের মতো কাজ করলেন, ঘটনার প্রমাণ তুলে নিলেন আপনার ক্যামেরায়- এটা একজন পেশাদার সাংবাদিকের পক্ষে সবসময় সম্ভব নয়।

কারণ ঘটনার খবর তার পৌঁছুবে তারপর তিনি ঘটনাস্থলে আসবেন- ততক্ষণে ঘটনা শেষ। কোনো গতিশীল ছবিই তিনি পেলেন না। অথবা প্রামাণিক ছবি তোলার মতো পরিস্থিতি পাল্টে গেছে ততক্ষণে। কিন্তু সাধারণ মানুষের হাতে এখন ক্যামেরা মোবাইল অহরহ তারা চাইলে বিভিন্ন অসংগতির ছবি তুলে ব্লগে দিতে পারেন। এই কাজকে উন্নয়ন সাংবাদিকতাও বলা যায়।

তবে সকল উন্নয়ন সাংবাদিকতাই নাগরিক সাংবাদিকতা নয়। নাগরিক সাংবাদিকতার শুরু হয়েছিলো ১৯৮৮ সালে আমেরিকার নির্বাচন থেকে। এরপর আমরা ৯/১১-এর ঘটনায় অনেক ভিডিও ক্লিপিং দেখেছি যা প্রফেশনালদের তোলা নয়। আজকাল সিএনএন, আল-জাজিরার মতো বড় বড় জায়ান্ট মিডিয়া হাউজও নাগরিক সাংবাদিকদের ওপর নির্ভর করে। কারণ স্পটে তৎক্ষণাৎ পৌঁছানো অনেক সময়ই সম্ভব হয় না।

অতএব, আপনিও হতে পারেন নাগরিক সাংবাদিক। আপনার ছবি ও লেখা প্রধান দৈনিকে ছাপানোর সেরকম নিশ্চয়তা নেই (যদিও তারা অনেক সময় এগুলো ছাপে), কিন্তু ব্লগে নিশ্চয়তা একশত ভাগ। তাই বলছি ব্লগ হতে পারে `সাগরিক সাংবাদিকতার স্বর্গরাজ্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.