আমাদের কথা খুঁজে নিন

   

উচাটন মন ঘরে রয় না

নীলধ্রুবতারা'র বাংলা ব্লগ

উচাটন মন ঘরে রয় না, প্রিয়া মোর ডাকে পথে বাঁকা তব নয়না উচাটন মন ঘরে রয় না ....................................................... অনেক মন মাতানো একটা নজরুল সংগীত। এইগানটা অনেক অনেক বার শুনেছি ছোট থেকে বড়বেলা পর্যন্ত আজ অব্দি। এই গানটা মনে আসলেই নিশ্চিতভাবেই কানে বেজে ওঠে মোহাম্মদ রফি'র অসাধারণ সেই গলা। হঠাৎ সেদিন বহুদিন পর পোলাপাইন.কমে ঢুকে দেখি সজীব নামের এক শিল্পীর এলবামের কিছু গান ওখানো আছে। এ্যালবামের নাম আর প্রচ্ছদ দেখে মন্দ না লাগায় বেশ আগ্রহ নিয়েই ক্লিক করলাম।

উচাটন মন গানটা শুনে তো আমি রীতিমত অবাক। বেশ গাচ্ছে তো ছেলেটা...........!!! আমি যা আশা করেছিলাম তারচে' অনেক বেশিই ভালো লাগলো। একটু রিমেকী গন্ধ যে নাই তা নয়, কিন্তু সব মিলে গোটা এ্যালবামটাই আমার ভালো লেগেছে। প্রিয় ব্লগার্স, আপনাদের সাথে শেয়ার করার জন্য (ব্যাপক আহ্লাদ সহকারে) উক্ত গান খানা ইসনাইপস এ আপলোডানো এবং লিংক পুস্টানো হৈল। আশা করি সকলেরই শোনা হইবেক।

Click This Link আমার কাছে তো সজীব কে যথেষ্ট "কাবিল পুলা" বলেই মনে হৈছে। দেখেন, আপনাদের ক্যামন লাগে??? চাইলে আপনারা পোলাপাইন.কম থেকেও গানটা শুনতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।