আমাদের কথা খুঁজে নিন

   

স্মাইল বিডি ও আমি

বলার মতো কিছু খুজে পাচ্ছি না.........যখন পাবো তখন বলবো.....

অরন্য ভাইয়ের "ঢাকাবাসীদের জন্য নেট সুবিধা" নামক ব্লগটি পড়লাম। ব্লগটি খুবই দরকারি । উনার ব্লগ পরে আমি স্মইলের লোকাল ও হেড অফিস এ ফোন করলাম। লোকাল অফিস বলল যে আমার এরিয়াতে স্মাইল কানেকশন দেয় না। এরপর ফোন করলাম হেড অফিস এ।

হেড অফিস থেকে বলল যে আমার এরিয়াতে ওরা সরাসরি কানেকশন দেয় না। ওরা ওদের এজেন্টের মাধ্যমে কানেকশন দিবে। এজন্য ২০০০ টাকা চার্জ করা হবে। স্পিড দিবে ৩০কেবি। আর ওদের এজেন্ট বলল ৫০০ টাকায় ওরা ৫-৮কেবি দিবে।

ওদের কথায় আমি খুবই হতাশ। কারন আমার বর্তমান ৬০০ টাকার কানেকশন নিতে আমাকে কোন চার্জ দিতে হয়নি এবং আমি আমার বর্তমান কানেকশনে ১০-১২ কেবি স্পিড পাই। আমার আর স্মাইলের কানেকশন নেয়া হল না......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.