বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
দীর্ঘ ২৩বছরের সংঘাতময় অরক্তক্ষয়ী স্নায়ু যুদ্ধের পর গতকাল তারা একসাথে মিলিত হলেন।ঘটনার সুত্রপাত মঙ্গলবার মেজো জন যখন ছোট জণের বাসার মেয়ের রিং বদল অনুষ্ঠানের দাওয়াত দিয়ে গেল । কিনতু অনেক শংকা বিদ্যমান ছিল কারন ছোট জণের একমাত্র ছেলে (সেনাপ্রধান)। হ্যা / না বলে চুপ করে পরিস্থিতি পর্যবেক্ষনে ছিল।বৃহস্পতি ও শুক্রবার সেনাপ্রধানের গ্রীনসিগ্নাল পেয়ে উপদেষ্টা ছোট জণের একমাত্র মেয়ে মেজোজনের বাসার আলচনা খাওয়াদাওয়া করে আসে।
অতঃপর শুক্রবার রাতে ছোট জণের একমাত্র ছেলে (সেনাপ্রধান) এর তত্বাধানে দুপক্ষের সমঝোতা হলো।
*****
আমার মা - ছোট জন
মেজো চাচি-মেজো জন
আমি-একমাত্র ছেলে (সেনাপ্রধান)
*****
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।