আমাদের কথা খুঁজে নিন

   

লীনা ফেরদৌসকে হ্যারাসমেন্ট করায় নস্যরাজের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

নস্যরাজ নামক একজন ব্লগার লীনা ফেরদৌসকে নিয়ে একটা পোস্ট লিখেছে, "লীনা ফেরদৌসের জন্য কবিতা" ব্লগে যার যেমন স্বাধীনতা আছে নিজের খেরোখাতা হিসাবে এটাকে ব্যবহারের। কেউ কবিতা লিখবে, কেউ রোজনামচা, কেউ সমালোচনা - এটাই প্রচলিত। তবে ন্যুনতম শিষ্টাচার অবশ্যই থাকা চাই ব্যক্তিসংশ্লিষ্টতার ক্ষেত্রে। এক্ষেত্রে মাত্রা ছাড়িয়ে গেলে তা নিয়ন্ত্রণের জন্য একজন ব্লগারকে কিছু সুবিধাও দেয়া হয়েছে। সে ব্লক করতে পারে উত্যক্তকারীকে।

এমন একজন ব্লগার নস্যরাজ, যাকে লীনা ব্লক করেছে কোন কারণে তার মন্তব্য হ্যারাসমেন্ট মনে হওয়ায়। এমন হতেই পারে। কিন্তু পরবর্তীতে নস্যরাজ লীনাকে অবমাননা করে পোস্ট দিয়েছেন এবং উল্লেখ করেছেন তিনি সিরিজ লিখবেন। এটা একটা পরিষ্কার অবমাননার ঘোষনা যা নিঃসন্দেহে স্পর্শকাতর ব্লগারদের স্বাভাবিক গতিবিধিকে আতংকগ্রস্থ করে। ব্লগে সবার মানসিকতা এক নয়।

কেউ যদি পরিষ্কার হ্যারাসমেন্টের অভিযোগ তোলে সেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সচেতন হওয়া একান্ত কাম্য। নস্যরাজকে ব্যক্তি আক্রমন থেকে বিরত থাকতে বলি। আমি ইতিমধ্যে তার বিরুদ্ধে অভিযোগ করেছি "কোন সমস্যা" বিভাগে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.